Royal Enfield EV: এবার ইলেকট্রিক রয়্যাল এনফিল্ড, এক চার্জে কতটা যাবে ?

Royal Enfield EV

1/9
পেট্রোলের দাম আকাশ ছোঁয়ায় এবার ভারতের বাজারেও বাড়ছে বৈদ্যুতিক বাইকের চাহিদা। যে কারণে দু-চাকা ও চার চাকার গাড়ি তৈরির দিকে ঝুঁকছে অটোমোবাইল সংস্থাগুলি। এই গতির সঙ্গে ইতিমধ্যেই নাম জুড়েছে Bajaj Auto, Hero Motorcorp, TVS-এর মতো কোম্পানিগুলি।
2/9
এবার এই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে Royal Enfield-এর ইলেকট্রিক বাইক। শোনা যাচ্ছে, কোম্পানি আগামী কিছু মাসের মধ্যে তার প্রথম ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ করতে পারে।
3/9
রয়্যাল এনফিল্ড বর্তমানে দুটি ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করছে। একটি ইন-হাউস ও একটি অফ-রোড মোটরসাইকেল নিয়ে কাজ করছে কোম্পানি। স্প্যানিশ ইভি স্টার্টআপ 'স্টার্ক মোটরসাইকেল' এই বাইক তৈরি করছে। এটি চার্জ হতে ২ ঘণ্টা সময় নেয় যা প্রায় ৬ ঘণ্টা রাইড দিতে সক্ষম। এর ওজন ১১০ কেজি।
4/9
Royal Enfield যে বাইক নিয়ে কাজ করছে, এটি কোম্পানির বাকি ক্রুজার বাইকের মতোই একটি আরামদায়ক বাইক হবে। অন্যদিকে স্টার্ক মোটরসাইকেল দিয়ে তৈরি করা বাইকটি একটি বৈদ্যুতিক অ্যাডভেঞ্চার বাইক হতে পারে। কোম্পানি চেন্নাইয়ের কাছে ভালম ভাদগালে এই বাইকটি তৈরি করবে।
5/9
কোম্পানিটি 2022-23 অর্থবছরে 8,34,895 ইউনিট বাইক বিক্রি করেছে। যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় পরিসংখ্যান। একই সময়ে কোম্পানি গত বছর 2022 সালে 6,02,268 ইউনিট বিক্রি করেছিল। ইলেকট্রিক বাইক লঞ্চের পর কোম্পানির বাইকের বিক্রি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
6/9
শোনা যাচ্ছে , ইতিমধ্যেই বিদেশের বাজারে এই বাইকের পরীক্ষা শুরু করে দিয়েছে রয়্যাল এনফিল্ড। খুব শীঘ্রই ভারতের মাটিতেও দেখা যাবে।
7/9
আগামী কয়েক মাসের মধ্যে রয়্যাল এনফিল্ডের নতুন বুলেট আসার কথা। কোম্পানির জে প্লাটফর্মে তৈরি হয়েছে নতুন বুলেট।
8/9
কিছু মাসআগেই তাদের সুপার মিটিওর ৬৫০ বাজারে লঞ্চ করেছে কোম্পানি। যা ইতিমধ্য়েই শোরগোল ফেলে দিয়েছে।
9/9
নতুন রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক বাজারে এলে চাপে পড়বে অন্যান্য় ক্রুজার বাইক প্রস্তুতকারী কোম্পানি।
Sponsored Links by Taboola