Royal Enfield Shotgun 650: শীঘ্রই আসছে রয়্যাল এনফিল্ডের আরও এক মডেল, নাম হতে পারে শটগান ৬৫০
Super Meteor 650 নতুন Interceptor 650 ও 650 GT লঞ্চ করার পর চলতি বছরের শুরুতে আরও একটি ক্রুজার আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। 650 সিসির পোর্টফোলিওতে আসবে এই মডেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি শটগান 650 পরীক্ষার সময় দেখা গেছে। শীঘ্রই এটি প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
প্রতি বছর চারটি মোটরসাইকেল লঞ্চ করার কৌশল মাথায় রেখে বেশ কয়েকটি মডেল পরীক্ষা করছে রয়্যাল এনফিল্ড। যার মধ্যে রয়েছে New Bullet 350, Himalayan 450, Scrambler 450, Himalayan 650, Scram 650, Royal Enfield Shotgun 650। এ ছাড়াও শোনা যাচ্ছে, এবার ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকবে এই কোম্পানি।
কোম্পানিটি প্রথমে EICMA 2021-এ কনসেপ্ট হিসেবে শটগান 650 দেখিয়েছিল। তারপর থেকে বাইকটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই বাইকটি সাধারণ মানুষের কাছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত সুং কাং সহ অনেক সেলিব্রিটিদের পছন্দের বাইক।
সম্প্রতি পরীক্ষার সময় দেখা মডেলটির সঙ্গে এক কনসেপ্টের চেহারার মিল রয়েছে। এই বাইকটি পেশিবহুল, যা সম্প্রতি লঞ্চ হওয়া সুপার মিটিওরের মতো দেখতে। এতে ফ্রন্ট ইউএসডি ফর্ক, রিয়ার টুইন শক, হেডলাইট, ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো বৈশিষ্ট্য় দেখা যেতে পারে।
শটগান 650-এ একটি পৃথক হেডলাইট হাউজিং রয়েছে, যা স্ক্র্যাম্বলার 411-এর মতো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। টেইল লাইট হাউজিং সুপার মিটিওরের মতোই হবে বলে আশা করা হচ্ছে। যদিও শটগান 650-র পরীক্ষার স্পট ফটোগুলি দেখায় যে, এর টার্ন ইনডিকেটরগুলি সুপার মিটিওরের তুলনায় টেইল লাইটের অনেকটাই কাছাকাছি। এতে সিঙ্গেল সিট সহ অ্যালয় হুইল রয়েছে।
শটগান 650 একটি 648cc এয়ার/অয়েল কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন পায়, যা 47 bhp শক্তি এবং 52 Nm টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি একটি 6-স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচের সঙ্গে আসবে। বাইকের বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ফোন চার্জিং ও জিপিএসের জন্য USB সকেট সহ ব্লুটুথ সংযোগ, যা ন্ভিযাগেশন সাপোর্ট করবে। এই বাইকের দাম হতে পারে প্রায় 4 লক্ষ টাকা।
লঞ্চের পরে Royal Enfield Shotgun 650 Kawasaki Z650RS, Benelli Leoncino 500-এর মতো বাইকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। Z650RS একটি 649 cc ইঞ্জিন পায় যা 68 PS শক্তি উৎপন্ন করে। এর দাম শুরু হচ্ছে 6.92 লক্ষ টাকা থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -