Gold Prices: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ! সোনার দামে রেকর্ড বৃদ্ধি দেখতে পারে বিশ্ব
যুদ্ধাবহ বিশ্বে। ইউক্রেনের বিমান ঘাঁটি ও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রাশিয়া, এমনই দাবি করেছে রুশ সেনা। এই আবহে ইতিমধ্যেই শেয়ার বাজারে ধস নেমেছে। সেনসেক্স এবং নিফটিতে বিপুল পতন হয়েছে। করোনাকালে এমনটা দেখা গিয়েছিল। এবার যুদ্ধের রেশ পড়তে চলেছে সোনার দামেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্ড্রাস্ট্রি বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতে মন্দা এবং উচ্চমূল্যস্ফীতিও দেখা যাবে। সোনার দামেও বড় পরিবর্তন আসতে চলেছে।
রিপোর্ট অনুসারে, আগামীদিনে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে সোনার দাম। বৃহস্পতিবারই সোনার দাম প্রায় ২.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে। গতকাল প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১ হাজার ৫০০ টাকা।
বিজনেস টুডের রিপোর্ট অনুসারে বিশেষজ্ঞরা বলেছেন যে সোনার দাম এই বছর ৫৫ হাজার টাকা এবং আগামী বছর ৬২ হাজার টাকা ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷
সুতরাং, আগামী দুই বছরে সোনার দাম গড়ে কমপক্ষে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে বলে মত। যা কার্যত রেকর্ড। এত অল্প সময়ে এত দাম বৃদ্ধি সাম্প্রতিক সময়ে হয়নি বলেই বলা হয়েছে রিপোর্টে।
বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX)-এ সোনার দাম গত এক বছরের তুলনায় সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। MCX-এ সোনার হার প্রতি ১০ গ্রামে ২ হাজার ২৫০ টাকা বেড়ে ৫২,৬৩০-এ দাঁড়িয়েছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, হলুদ ধাতুর দামের এই বৃদ্ধি রাশিয়া-ইউক্রেন সংকটের কারণেই হয়েছে। তারা বলেছে যে স্পট গোল্ডের দাম তার আউন্স প্রতি 1935 ডলারের সাপোর্ট ভেঙেছে। এখন এটি শীঘ্রই 1950 ডলার, 1980 ডলার ও পরবর্তীকালে 2000 ডলার প্রতি আউন্সের দাম হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -