Spiritual Gurus’ Net Worth: কারও দামি গাড়ি-বাইক, কারও বিরাট আশ্রম ! ভারতের ৯ ধনকুবের অধ্যাত্ম গুরু- কার কত সম্পদ জানেন ?

Spiritual Guru: সদগুরু, শ্রী রবি শঙ্কর, বাবা রামদেব থেকে শুরু করে স্বামী নিত্যানন্দ- ভারতের ভক্ত-অনুরাগীদের মধ্যে সকলের খ্যাতিই আকাশছোঁয়া। তাদের কার কত সম্পদ রয়েছে জানেন ?

ধনকুবের অধ্যাত্ম গুরুদের কথা...

1/9
ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু আধ্যাত্মিকতার প্রতি তাঁর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির জন্য বিখ্যাত। তাঁর ফাউন্ডেশন যোগ-কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবেশ-সহায়ক প্রকল্প পরিচালনা করে। ২০২৩ সালের হিসেব অনুযায়ী সদগুরুর মোট সম্পদের মূল্য প্রায় ১৮ কোটি টাকা।
2/9
শান্তি ও মানবিক প্রচেষ্টার জন্য সুপরিচিত শ্রী শ্রী রবি শঙ্কর আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। অনুমান যে, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০০০ কোটি টাকা।
3/9
ভারতের আয়ুর্বেদ চিকিৎসা ও যোগ-প্রাণায়ামের এক প্রণম্য ব্যক্তিত্ব হলেন বাবা রামদেব। ১৯৯৫ সালে তিনি দিব্য যোগ মন্দির ট্রাস্টের সহ প্রতিষ্ঠাতা হন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৬০০ কোটি টাকা (আনুমানিক)।
4/9
অনুরাগীদের মধ্যে আম্মা নামেই তিনি বেশি জনপ্রিয়। কেরালার এই মানবতাবাদী অধ্যাত্মগুরু অমৃতানন্দময়ী ট্রাস্টের তত্ত্বাবধান করেন। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকা।
5/9
শিবযোগের প্রতিষ্ঠাতা অবধূত শিবানন্দজী তিনি সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা।
6/9
খ্রিস্টানদের মধ্যে সম্মানীয় অধ্যাত্ম গুরু ড. পল ধীনাকরণ, তিনি প্রতিষ্ঠা করেছেন দ্য জেসাস কলস মিনিস্ট্রি। তাঁর আনুমানিক সম্পদের মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
7/9
গুরমিত রাম রহিম সিং ইনসান ভারতের বিতর্কিত এক অধ্যাত্ম গুরু। হরিজন ও দলিত সম্প্রদায়ের কাছে প্রচুর সমর্থন পেয়েছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১৪৫৫ কোটি টাকা।
8/9
পকশো আইনে সাজাপ্রাপ্ত অধ্যাত্ম গুরু আসারাম বাপুর প্রায় ৪০০ আশ্রম রয়েছে, ১৭ হাজার বাল সংস্কার কেন্দ্র রয়েছে। ২০০৮ সালে ফ্রন্টলাইনের অনুমান অনুসারে তাঁর মট সম্পদ ৫০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ২০২১ সালে তাঁর ট্রাস্টের আয় ছিল ৩৫০ কোটি টাকা।
9/9
নিত্যানন্দ ধ্যানপীঠমের প্রতিষ্ঠাতা স্বামী নিত্যানন্দ বিভিন্ন দেশে মন্দির, গুরুকুল ও আশ্রমের মালিক। রিপোর্ট বলছে তাঁর মোট সম্পদ প্রায় ১০ হাজার কোটি টাকা।
Sponsored Links by Taboola