SEBI New Guideline: না জেনে শেয়ার বাজার নিয়ে ভুলে পরামর্শ ! কড়া নির্দেশিকা আসছে শীঘ্রই
Share Market Update: সোশ্য়াল মিডিয়ায় শেয়ার বাজার নিয়ে অযাচিত পরামর্শ বন্ধ করতে এবার নতুন নিয়ম আনতে চলেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউটিউব, ফেসবুক ছাড়াও অন্য মাধ্যমে প্রভাবশালীদের স্টক সম্পর্কিত আলোচনা বন্ধ করতে চাইছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। এই বিষয়ে শীঘ্রই একটি নির্দেশিকা প্রকাশ করতে পারে সেবি।
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় সেবির লাইসেন্স ছাড়া পরামর্শদাতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চাইছে কর্তৃপক্ষ। সেই কারণেই নয়া নির্দেশিকা জারির বিষয়ে ভাবছে সেবি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার মতে, অনেক ক্ষেত্রেই অনভিজ্ঞ স্টক অ্যানালিস্টদের কথায় প্রভাবিত হচ্ছেন বিনিয়োগকারীরা। বহু ক্ষেত্রে ভুয়ো খবরে ভরে যাচ্ছে বাজার। এই ধরনের বাজার বিশেষজ্ঞদের ওপরই রাশ টানতে চাইছে সেবি।
এই বিষয়ে Association of Registered Investment Advisers অ্যাসোসিয়েশনের একটি সভায় মুখ খোলেন সংগঠনের আজীবন সদস্য অনন্ত নারায়ণ গোপালকৃষ্ণন।
তিনি বলেন, ''কিছু অসাধু লোক তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে সেবি রেজিস্ট্রেশনের অপব্যবহার করছে।আমরা সামাজিক মাধ্যমে প্রভাবশালীদের বিশেষ করে লাইসেন্সহীন বিনিয়োগ উপদেষ্টাদের আলোচনায় রাশ টানব। এই ব্যবস্থা কার্যকর করতে একটি আলোচনাপত্র নিয়ে আসব আমরা।
বাজারের অংশগ্রহণকারীদের ও অন্যান্য স্টেকহোল্ডারদের কাছ থেকে ইনপুট পাওয়ার পর, আমরা ওই প্রভাবশালীদের রাশ টেনে ধরার চেষ্টা করবে। ” সংবাদ সংস্থা পিটিআই গোপালকৃষ্ণানকে উদ্ধৃত করে এই বক্তব্য রেখেছে।
এই বলেই থেমে থাকেননি তিনি। গোপালকৃষ্ণানের কথায়, সেবি চায় স্ব-নিয়ন্ত্রক সংস্থাগুলি বেড়ে উঠুক, যাতে সেবির বাইরে কিছু সংস্থা এই বিষয়ে নজরদারি করতে পারে। আমরা রেজিস্টার্ড বিনিয়োগ উপদেষ্টাদের সম্পর্কে উদ্বিগ্ন। সামাজিক মিডিয়া এই প্রবণতাকে বাড়িয়ে তুলছে।
মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় অনেক লোকের স্টক মার্কেটে কোনও পেশাদার দক্ষতা বা অভিজ্ঞতা নাও থাকতে পারে। তাদের পরামর্শ বা মতামত সীমিত তথ্য বা পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করেও হতে পারে।
অতএব বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হওয়া ও নিজের গবেষণা করা গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া পোস্টগুলি আপনার ব্যক্তিগত চাহিদা, আর্থিক পরিস্থিতি, ঝুঁকি সহনশীলতা বা বিনিয়োগের লক্ষ্য অনুসারে তৈরি করা হয় না। অতএব, ওই ধরনের পরামর্শ আপনার নির্দিষ্ট পরিস্থিতিতে কাজে নাও লাগতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -