Small Savings Schemes: কোথায় ফিক্সড ডিপোজিটে বেশি লাভ, ব্যাঙ্ক না পোস্ট অফিস ?
Post Office: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) গত বছর রেপো রেটের হার ক্রমাগত বৃদ্ধি করার পরই ফের ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা। অনেকেই এখন স্থায়ী আমানত (FD)-তে ইনভেস্ট করছেন। গত বছরের মে মাস থেকে ব্যাঙ্কগুলি FD-এর সুদের হার বাড়িয়ে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনে রাখবেন, পোস্ট অফিসের সঞ্চয় বিকল্পগুলিও ভাল সুদ দেয়। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক না পোস্ট অফিস কোথায় বিনিয়োগ করলে আপনার বেশি লাভ।
সুদের হার: পোস্ট অফিসগুলি বিভিন্ন মেয়াদি আমানতের উপর 6.8 থেকে 7.5 শতাংশের মধ্যে সুদ দেয়৷ অন্যদিকে, ব্যাঙ্ক এফডি-তে কোনও অভিন্ন সুদের হার নেই। বিভিন্ন ব্যাঙ্ক মেয়াদি আমানত প্রকল্পে বিভিন্ন সুদের হার অফার করে। এই রিটার্ন পোস্ট অফিসের অফার থেকে বেশি হতে পারে।
অস্থিরতা: পোস্ট অফিস স্কিমগুলি কেন্দ্রীয় সরকারের সাথে যুক্ত ও কম অস্থিরতা দেখায়। বাজারের অবস্থার প্রভাবের ক্ষেত্রে এগুলি FD-এর চেয়ে নিরাপদ বিনিয়োগের বিকল্প। এই প্রকল্পগুলিতে সরকার বিমা করে রাখে।
ব্যাঙ্ক এফডি-র ক্ষেত্রে, প্রধান বীমাকারী হল ব্যাঙ্ক৷ আমানত RBI কেবল 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা দেয়। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের সঙ্গে যুক্ত থাকে, যা বিশ্ব বাজারের ওঠানামার ওপর প্রভাবিত হয়।
ট্যাক্স বেনিফিট: উভয় ব্যাঙ্ক এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটই 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর সুবিধা দেয়৷ সময়কাল: ব্যাঙ্ক মেয়াদি আমানত 7 দিন থেকে 10 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। পোস্ট অফিস এফডি শুধুমাত্র 5 বছর পর্যন্ত হতে পারে।
image 7
১ মেয়াদি আমানতে টাকা রাখার আগে বিনিয়োগকারীদের বিভিন্ন বিষয় বিবেচনা করতে হবে। ২ রিটার্নের হার বিবেচনাধীন একমাত্র কারণ নয়। কিছু ব্যাঙ্ক উচ্চতর সুদের হার অফার করে, যদিও বেশি অস্থির হওয়ার কারণে অর্থ বিনিয়োগকারীদের তাদের অর্থ হারানোর একটি সুযোগ থাকতে পারে।
৩ পোস্ট অফিস স্কিমগুলি আয়ের ক্ষেত্রে একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প। তারা প্রতিযোগিতামূলক সুদের হারও অফার করে।
৪ বিনিয়োগকারীদের যা নিশ্চিত করতে হবে তা হল তারা যেন তাদের সব সঞ্চয় একটি স্কিমে বিনিয়োগ না করেন। একটি বৈচিত্রপূর্ণ বিনিয়োগপোর্টফোলিও মুদ্রাস্ফীতিকে হারানোর ও আপনার অর্থ নিরাপদ রাখার সর্বোত্তম উপায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -