Fixed Deposit: SBI-এর এই স্কিমে মিলছে বেশি সুদ, ১০ লাখ বিনিয়োগে কত রিটার্ন পাবেন ?
সাধারণ মানুষের কাছে ফিক্সড ডিপোজিট একটি গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত বিনিয়োগের মাধ্যম যেখানে কিছু পরিমাণ টাকা জমিয়ে কিছু সময়ের মেয়াদে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে ব্যাঙ্কে বেশি সুদ মেলে ফিক্সড ডিপোজিটে মানুষ স্বাভাবিকভাবেই সেখানে স্থায়ী আমানত করতে পছন্দ করেন। ছবি- ফ্রিপিক
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি স্কিমেও একইভাবে অন্যান্য ব্যাঙ্কের থেকে মিলছে বেশি সুদ। SBI-এর সাধারণ সুদের হারের থেকেও তা বেশি। ছবি- ফ্রিপিক
এই স্কিমের নাম হল অমৃত কলস স্কিম। ৪০০ দিনের মেয়াদে এই বিশেষ স্কিমে টাকা রাখলে আপনি ৭.১০ শতাংশ হারে সুদ পাবেন। ছবি- পিটিআই
২ কোটি টাকার কম আমানতের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যায়। নতুন এবং পুরনো রিনিউ দুই ক্ষেত্রেই মিলবে এই সুদ। ছবি- ফ্রিপিক
স্টেট ব্যাঙ্কের অমৃত কলস স্কিমে ৫ লাখ টাকা রাখলে ৪০০ দিন পরে আপনি রিটার্ন পাবেন ৫ লাখ ৩৯ হাজার ৩৩ টাকা। ছবি- পিটিআই
অন্যদিকে কেউ যদি এই স্কিমে ১০ লাখ টাকা জমা রাখেন, তাহলে স্কিমের ম্যাচিওরিটিতে তিনি পাবেন ১০ লাখ ৭৮ হাজার ৬৭ টাকা। ছবি- পিটিআই
উল্লেখ্য যে এই স্কিমে ফিক্সড ডিপোজিট করলে এই আমানতের বদলে ঋণও নিতে পারবেন গ্রাহকরা। ছবি- পিটিআই
তবে মেয়াদের আগে টাকা তুলতে চাইলে ব্যাঙ্কের নির্দিষ্ট নিয়মানুসারে কিছু টাকা জরিমানা দিতে হবে আপনাকে। ছবি- পিটিআই
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -