Home Loan: SBI থেকে ২০ লাখের হোম লোন নেবেন ? কত সুদ ? আরও কী খরচ পড়ে ?
নিজের একটা বাড়ি কেনা, এখন বেশিরভাগ মানুষের কাছে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু যথাসম্ভব পুঁজির অভাবে ব্যাঙ্ক লোন নিতে হয় অনেককেই। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন ব্যাঙ্কে এই হোম লোনের উপর সুদের হার বিভিন্নরকম। যে ব্যাঙ্কে সুদের হার কম, সেই ব্যাঙ্ক থেকেই হোম লোন নেওয়া উচিত। ছবি- ফ্রিপিক
সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তুলনায় দেখা গিয়েছে স্টেট ব্যাঙ্কে হোম লোনের সুদের হার সামান্য কম। এই ব্যাঙ্ক থেকে ২০ লাখ টাকা ঋণ নিলে কত সুদ দিতে হবে ? ছবি- ফ্রিপিক
এই সুদের অঙ্ক নির্ভর করে কত বছরের জন্য আপনি ঋণ নিচ্ছেন তাঁর উপর। তবে সুদের হারের ব্রাকেট একই থাকে। ছবি- পিটিআই
SBI-তে হোম লোন নিতে গেলে আপনাকে ৮.৫ শতাংশ থেকে ৯.৮৫ শতাংশ পর্যন্ত সুদ দিতে হবে। একইসঙ্গে সর্বোচ্চ ৩০ বছরের জন্য ঋণ নেওয়া যায়। ছবি- ফ্রিপিক
এক্ষেত্রে ২০ লাখ বাড়ির দাম হলে, আপনাকে তাঁর ৯০ শতাংশ অর্থাৎ ১৮ লাখ টাকা ঋণ হিসেবে দেওয়া হবে ব্যাঙ্ক থেকে। ছবি- পিটিআই
সর্বনিম্ন ৮.৫ শতাংশ সুদের হার ধরলে ২০ বছরের জন্য ২০ লাখ টাকা ঋণ নিলে আপনাকে মোট ৪২ লাখ ৪২ হাজার টাকা দিতে হবে। ছবি- পিটিআই
৮.৫ শতাংশ সুদের হারে আপনাকে ২০ লাখের জন্য ২২ লাখ টাকা সুদ দিতে হবে ২০ বছরে। এছাড়াও দিতে প্রসেসিং ফি। ছবি- পিটিআই
মোট মঞ্জুর হওয়া ঋণের অঙ্কের ০.৩৫ শতাংশ প্রসেসিং ফি দিতে হয়। অর্থাৎ ২০ লাখ টাকার ঋণে প্রসেসিং ফি লাগবে ৭০০০ টাকা। ছবি- পিটিআই
SBI-তে এছাড়া আর কোনও অতিরিক্ত চার্জ দিতে হয় না। আগে লোন শোধের জন্য কোনও পেনাল্টিও দিতে হয় না। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -