SBI banking update : আজ বন্ধ SBI-এর এই পরিষেবা, জেনে নিন কতক্ষণ
SBI internet banking: আগেই সেরে রাখুন সব গুরুত্বপূর্ণ কাজ। স্টেট ব্যাঙ্কের এই পরিষেবা পাবেন না নির্দিষ্ট সময়ের জন্য । ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, SBI internet banking পরিষেবা পাওয়া যাবে না আজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppState Bank Of India : দেশের বৃহত্তম এই ব্যাঙ্কের ভারতে মোট ২২,০০০ শাখা রয়েছে। ATM পরিষেবার ক্ষেত্রেও বিশাল নেটওয়ার্ক রয়েছে এই ব্যাঙ্কের। সারা দেশে ৫৭,৮৮৯টি এটিএম রয়েছে স্টেট ব্যাঙ্কের (SBI)।
সম্প্রতি ব্যাঙ্কের বিষয়ে একটি স্টাডি রিপোর্টে জানা গিয়েছে জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের থেকে মোট ১৬৪ কোটি টাকা কেটেছে কর্তৃপক্ষ। ২০১৭ সালথেকে ২০২০ সালের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা কাটা হয়েছে। যার মধ্যে কেবল ৯০ কোটি টাকা অ্যাকাউন্ট হোল্ডারদের ফিরিয়ে দিয়েছে ব্যাঙ্ক।
UPI ও Rupay card থেকে লেনদেনের জন্য এই টাকা কেটেছে স্টেট ব্যাঙ্ক। অন্তত তেমনই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্ক প্রতিটি অ্যাকাউন্ট থেকে ১৭টাকা ৭০ পয়সা কেটেছে।
SBI banking update: তবে এই প্রথমবার নয়। অতীতেও গ্রাহকদের সুবিধার্থে বহু বার নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বিভিন্ন বিষয় সামনে এনেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সম্প্রতি ব্যাহ্ক জানিয়েছে, বাইক বা স্কুটার কিনতে এবার থেকে আর ব্যাঙ্কে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না গ্রাহকদের। SBI YONO App-এর মাধ্যমেই এই প্রি-অ্যাপ্রুভড লোন নিতে পারবেন তাঁরা। ট্যুইটে SBI লিখেছে, ''আপনার স্বপ্নের সওয়ারির জন্য প্রস্তুত হোন। ইয়োনোর মাধ্যমে প্রি-অ্যাপ্রুভড টু-হুইলার লোন নিন।'' নতুন এই লোনের ক্ষেত্রে প্রতি ১০,০০০ টাকায় ২৫৬ টাকার EMI দিতে হবে গ্রাহককে।
SBI banking update: শনিবার ৩০০ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের Internet Banking , YONO ,YONO Lite ,UPI পরিষেবাগুলি। এই বিষয়ে অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, গ্রাহকদের আরও উন্নত মানের পরিষেবা দিতে প্রযুক্তিগত আপগ্রেড করতে চাইছে স্টেট ব্যাঙ্ক (SBI)। সেই কারণে ১১ ডিসেম্বর সকাল ১১টা ৩০ থেকে ৪টে ৩০ (মোট ৩০০ মিনিট) বন্ধ থাকবে ব্যাঙ্কের INB/ Yono / Yono Lite / Yono Business / UPI পরিষেবা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -