FD-তে সুদের হারের যু্দ্ধে এগিয়ে কে, কোথায় টাকা রাখলে বেশি লাভ ?
SBI vs Post Office Interest Rate: শেয়ার বাজারের মতো অনিশ্চয়তার বাজারের থেকে ঝুঁকিহীন বিনিয়োগের দিকে ঝুঁকছে দেশের মানুষ। সেই ক্ষেত্রে জনপ্রিয় বিনিয়োগের জায়গা বলতে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)।
SBI
1/10
শেয়ার বাজারের মতো অনিশ্চয়তার বাজারের থেকে ঝুঁকিহীন বিনিয়োগের দিকে ঝুঁকছে দেশের মানুষ। সেই ক্ষেত্রে জনপ্রিয় বিনিয়োগের জায়গা বলতে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)।
2/10
সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি রিটার্ন পাওয়া যায় ফিক্সড ডিপোজিটে। জানেন, স্থায়ী আমানতে কে বেশি সুদ দেয়, স্টেট ব্যাঙ্ক (SBI) না পোস্ট অফিস (Post Office) ?
3/10
সেই ক্ষেত্রে গ্রাহক স্বার্থে স্থায়ী আমানতে বেশকিছু বিকল্প দিচ্ছে SBI ও পোস্ট অফিস। এখানে স্টেট ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের সুদের হারের তুলনামূলক আলোচনা করা হল। দেখে নিন, কোনটি আপনার জন্য বেশি লাভদায়ক।
4/10
SBI সর্বশেষ 14 জুন, 2022-এ 2 কোটি টাকার নিচে FD-তে সুদের হার সংশোধন করেছে। এই সংশোধনীর পর, ব্যাঙ্কটি এখন সাধারণ জনগণের জন্য 2.90 শতাংশ থেকে 5.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 3.40 শতাংশ থেকে 6.30 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে।
5/10
স্টেট ব্যাঙ্ক 7 দিন থেকে 45 দিন - 2.90 % , 46 দিন থেকে 179 দিন - 3.90% , 180 দিন থেকে 210 দিন - 4.40%, 211 দিন থেকে 1 বছরের কম - 4.60% সুদ দেয়
6/10
সেখানে 1 বছর থেকে 2 বছরের কম - 5.30% , 2 বছর থেকে 3 বছরের কম হলে - 5.35% , 3 বছর থেকে 5 বছরের কমের ক্ষেত্রে - 5.45% ও 5 বছর থেকে 10 বছর হলে 5.50% সুদ দিয়ে থাকে।
7/10
ব্যাঙ্ক ছাড়াও আপনি পোস্ট অফিসেও FD করাতে পারেন। যাকে ডাকঘর টাইম ডিপোজিট বলে।
8/10
আপনি 1 বছর থেকে 5 বছরের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিটে টাকা জমা করতে পারেন।
9/10
1 বছর, 2 বছর বা 3 বছরের মেয়াদ সহ পোস্ট অফিস টাইম ডিপোজিটের উপর 5.5% সুদ পাওয়া যায়।
10/10
আমানতকারীরা এতে 5 বছরের জন্য বিনিয়োগের জন্য 6.7% সুদ পাবেন।
Published at : 26 Jul 2022 12:12 AM (IST)