Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
SBI Chocolate Scheme: ঋণের টাকা না দিলে ' চকোলেটগিরি' করবে স্টেট ব্যাঙ্ক
মুন্নাভাই থেকে শিক্ষা ! ঋণের টাকা না দিলে 'গাঁধীগিরির বদলে চকোলেটগিরি' করবে স্টেট ব্যাঙ্ক (SBI)। ইএমআই (EMI) না দিলে গ্রাহকদের পাঠানো হবে চকোলেট (Chocolate) । সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক(Bank)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনিও যদি দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI-এর গ্রাহক হন, তাহলে এই ভুল করবেন না। এবার থেকে ব্যাঙ্কের ঋণ নিয়ে EMI মিস করলেই বাড়িতে আসবে চকোলেট। ব্যাঙ্কের অবাধ্য গ্রাহকদের পথে আনতে এই বিশেষ স্কিম তৈরি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মূলত, মাসিক পেমেন্ট মিস করতে পারেন এরকম গ্রাহকদেরই এই চকোলেট পাঠানো হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিম নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। মূলত, যেসব গ্রাহক সময়মতো ঋণের কিস্তি দিতে যান না তাদের জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে। ব্যাঙ্ক জানিয়েছে, এমন অনেক গ্রাহক আছেন যারা ইএমআই না দেওয়ার পাশাপাশি ব্যাঙ্কের ফোনও তোলেন না। এই ঘটনা বুঝিয়ে দেয়, ওই গ্রাহক টাকা দিতে চান না। এই ধরনের পরিস্থিতিতে ব্যাঙ্ক তাদের বাড়িতে চকোলেট পাঠিয়ে টাকা দেওয়ার কথা মনে করিয়ে দেবে।
ব্যাঙ্কিং শিল্পে খুচরো ঋণের পরিমাণ বৃদ্ধির কারণেই এসবিআই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ব্যাঙ্কিং শিল্পে খুচরো ঋণের পরিমাণ বেড়েছে।
খুচরা ঋণ বৃদ্ধির সাথে সাথে মাসিক ইএমআই খেলাপির ঘটনাও বেড়েছে। এই অবস্থায় সব ব্যাঙ্ক ইএমআই এবং ঋণ পরিশোধের জন্য বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছে। SBI-এর এই চকোলেট স্কিমটি সেরকমই একটি প্রচেষ্টা।
SBI-এ জুন 2023 ত্রৈমাসিকে খুচরো ঋণ বেড়েছে 12,04,279 কোটি টাকা। এক বছর আগে অর্থাৎ জুন 2022 ত্রৈমাসিকে এই সংখ্যা ছিল 10,34,111 কোটি টাকা। পরিসংখ্যান বলছে, এক বছরে ব্যাঙ্কের খুচরো ঋণ বেড়েছে ১৬ দশমিক ৪৬ শতাংশ। 2023 সালের জুন মাসে SBI-এর মোট ঋণ ছিল 33,03,731 কোটি টাকা। এখানে ব্যাঙ্কের ঋণ বইয়ে খুচরো ঋণের অংশ সবচেয়ে বেশি।
এই বিষয়ে এসবিআই-এর ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী কুমার তিওয়ারি ( রিস্ক, কমপ্লায়েন্স, স্ট্রেসড অ্যাসেটস-এর ইনচার্জ) বলেছেন- ব্যাঙ্কের এই প্রচার উদ্যোগ এখনও পাইলট পর্যায়ে রয়েছে৷
এসবিআই মাত্র 10-15 দিন আগে এটি শুরু করেছে। তবে এর প্রাথমিক প্রতিক্রিয়া বেশ ভাল। এই প্রচারের কারণে ঋণ সংগ্রহের পরিমাণ বেড়েছে। তিনি আরও বলেন, পাইলট পর্যায়ে এই প্রচার থেকে ভাল ফল পাওয়া গেলে তা বড় পরিসরে গ্রহণ করা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -