Union Budget 2022 : বাজেট পেশ অর্থমন্ত্রীর, একনজরে দেখে নিন উল্লেখযোগ্য ঘোষণাগুলি
২০২২-'২৩ অর্থবর্ষের জন্য সাধারণ বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজেটে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট। আর কী কী উল্লেখযোগ্য ঘোষণা করলেন তিনি দেখে নিন এক নজরে।
অর্থমন্ত্রী ঘোষণা করেন, ৬০ লক্ষ নতুন চাকরি মিলবে।
৮০ লক্ষ পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাবেন(ছবি- ANI)
দেশের বিভিন্ন জায়গায় আইটি হাব তৈরি হবে। আইটি হাবগুলি তৈরি করবে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলি।(ছবি- ANI)
শেয়ার বাজারে আসছে জীবন বিমা নিগমের আইপিও।
৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন চালু হবে।
রেলে পিপিপি মডেলকে আরও উত্সাহ দেওয়া হবে।
বকেয়া কর দেওয়ার জন্য করদাতা দুবছর সুযোগ পাবেন। তবে, এবারেও অপরিবর্তিত আয়কর। একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো। এবারের বাজেটেও বঞ্চিত আয়করদাতারা।
টেলিকম ক্ষেত্রে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। তিনি জানালেন, এই অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা চালু হয়ে যাবে দেশে। এছাড়াও তিনি জানালেন, গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর দিচ্ছে সরকার।(ছবি- ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -