Share Market FY 2023-24: চলতি অর্থবর্ষে মাল্টিব্যাগার হয়েছে এই ৫ লার্জক্যাপ শেয়ার, কত রিটার্ন দিয়েছে জানেন ?
গতকালই ছিল ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ট্রেডিং সেশন। তারপর আজ ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বাজার। ১ এপ্রিল থেকেই নতুন অর্থবর্ষ শুরু হবে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এই চলতি অর্থবর্ষে কিছু কিছু ব্লু-চিপ সংস্থার স্টকে বিপুল রিটার্ন এসেছে। ৩৫ শতাংশ থেকে শুরু করে ১৪০ শতাংশ পর্যন্ত রিটার্ন এনে দিয়েছে এই সব সংস্থাগুলি। ছবি- ফ্রিপিক
২০২৩-২৪ অর্থবর্ষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ এবং বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ৩০ শতাংশ। ছবি- ফ্রিপিক
দু-দুটি নতুন রেকর্ড করেছে বাজার এই চলতি অর্থবর্ষেই। এই বছরেই ৭৪ হাজারের স্তর পেরিয়ে গিয়েছে সেনসেক্স এবং এবং নিফটি এই প্রথমবার ২২,৫০০-এর স্তর অতিক্রম করেছে। ছবি- ফ্রিপিক
বাজাজ অটোর শেয়ার এই বছরই ১৪১ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ব্লু-চিপ শেয়ারগুলির মধ্যে এই স্টকেই বেশি রিটার্ন এসেছে তুলনায়। ছবি- ফ্রিপিক
টাটা গ্রুপের অন্তর্গত টাটা মোটরসের শেয়ারেও এই অর্থবর্ষে এসেছে ১৩৮ শতাংশ। এছাড়াও আরও কিছু স্টক মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। ছবি- ফ্রিপিক
আদানি পোর্টস এবং SEZ সংস্থার শেয়ারে ১১০ শতাংশ রিটার্ন এসেছে। রিটার্নের দিক থেকে তৃতীয় স্থানে এসেছে এই সংস্থা। ছবি- ফ্রিপিক
পিএসইউ স্টকগুলিও এই বছর ভাল পারফর্ম করেছে। এই স্টকগুলির মধ্যে কোল ইন্ডিয়ার স্টকে সবথেকে বেশি ১০৯ শতাংশ রিটার্ন এসেছে এই এক বছরে। ছবি- ফ্রিপিক
অটো সেক্টরের মধ্যে টাটা মোটরসে যেমন বিনিয়োগকারীরা খুশি হয়েছেন রিটার্নে, তেমনি হিরো মোটোকর্পের শেয়ারেও এই অর্থবর্ষে ১০১ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। ছবি- ফ্রিপিক
খুব কম সময়ের মধ্যে এই সমস্ত শেয়ার বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে। আর তাই এগুলিকে বলা হয় মাল্টিব্যাগার শেয়ার। ১০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এইসব স্টক। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -