Stock Market: সব রেকর্ড ছাপিয়ে গেল বাজার, সেনসেক্স টপকাল ৬৭,০০০ পয়েন্ট
বিনিয়োগকারীদের আস্থা জুগিয়ে বেড়েই চলেছে বাজার। বুধবারও শক্তি দেখাল ইন্ডিয়ান স্টক মার্কেট (Stock Market)। বাজার খুলতেই নিফটি ও সেনসেক্স (Sensex) নতুন রেকর্ড গড়েছে। সেনসেক্স 67,083.42 পয়েন্টের সর্বকালের সেরা উচ্চতা স্পর্শ করেছে। পিছিয়ে থাকেনি নিফটি (Nifty)। নতুন ঐতিহাসিক স্তর স্পর্শ করেছে এই সূচক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বাজার খোলার সঙ্গে সঙ্গে নিফটি নতুন রেকর্ড উচ্চতায় ছুঁয়েছে এবং 19,828.90 পয়েন্টের উচ্তাচ ছুঁয়েছে। নিফটি এই প্রথম একটি নতুন রেকর্ড উচ্চতা স্পর্শ করেছে। পাশাপাশি সেনসেক্সও নতুন উচ্চতা স্পর্শ করেছে।
আজ শেয়ার বাজার খোলার সময়, BSE-এর 30-শেয়ারের সূচক সেনসেক্স 109.87 পয়েন্ট বা 0.16 শতাংশ লাফ দিয়ে 66,905.01-এ খোলে। এটি ছাড়াও, NSE এর নিফটি 53.70 পয়েন্ট বা 0.27 শতাংশ বৃদ্ধির সঙ্গে 19,802.95-তে খুলেছে।
সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 21টি তেজস্ক্রিয় ট্রেডিং দেখছে এবং মাত্র 9টি স্টক পতনের সাথে লেনদেন করছে৷ একই সময়ে, নিফটির 50টির মধ্যে 35টি স্টক বাড়ছে এবং 15টি স্টক কমছে।
স্টক মার্কেটের প্রি-ওপেনিংয়ে BSE-এর সেনসেক্স 86.27 পয়েন্ট বা 0.13 শতাংশ বৃদ্ধি পেয়ে 66881.41 স্তরে লেনদেন করছে। এর সঙ্গে NSE-র নিফটি 52.85 পয়েন্ট বা 0.27 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 19802.10 স্তরে লেনদেন করছে।
আজ বাজারের এই রেকর্ড নিয়ে খুব একটা উল্লসিত নন বাজার বিশেষজ্ঞরা। ট্রেন্ড পজিটিভ থাকলেও ক্যান্ডেলস্টিক চার্ট নিয়ে কিছু উদ্বেগ রয়েছে তাদের মধ্যে। অনেকেরই ধারণা, নিফটি ১৯৮৫০-এ গেলেই পতন শুরু হতে পারে। সেই ক্ষেত্রে এখানে মেজর রেজিস্ট্যান্স কাজ করবে। আজ দুপুরের মধ্য়ে এই পয়েন্টে গেলে শেষবেলায় ফের পড়তে পারে বাজার।
দিনের শেষে ৬৭,০০০-এর কাছে বন্ধ হল সেনসেক্স। পিছিয়ে থাকেনি নিফটি। রেকর্ড গড়েছে এই সূচকও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -