Share Market Tips: ঝুঁকির এই শেয়ার দেয় দারুণ রিটার্ন, জানেন কী এই পেনি স্টকস ?
Penny Stocks: আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান, তাহলে আপনার পেনি স্টক সম্পর্কে তথ্য জানা উচিত। এই স্টকগুলিতে বিপুল রিটার্নের সম্ভাবনা থাকে। তবে লাভের পাশাপাশি অনেক ঝুঁকিও থাকে এই স্টকে। জেনে নিন পেনি স্টকের খুঁটিনাটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppPenny Stocks: পেনি স্টক কী? যে সব শেয়ারের দাম খুবই কম তাদের পেনি স্টক(Penny Stocks)বলে।১০ টাকার নিচের শেয়ারকে সাধারণত পেনি স্টক (Penny Stocks)বলা হয়।তাদের বাজার মূলধনও অনেক কম হয়।বেশিরভাগ এক্সচেঞ্জে এগুলি non-liquid স্টক হিসাবে থাকে।পেনি স্টকগুলি নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সেরকম কারও রিসার্চ থাকে না। বেশিরভাগ বিনিয়োগকারীই এই পেনি স্টকের বিষয়ে সচেতন নন।
Penny Stocks High Risk: বড় ঝুঁকির এসব কোম্পানির বাজার মূলধন খুবই কম।কম বাজার মূলধন হওয়ার কারণে এই কোম্পানিগুতে আর্থিক স্থিতিশীলতা থাকে না। তাই এই পেনি স্টকের ঝুঁকি অনেক বেশি।
Penny Stocks Investments: কেন বিনিয়োগকারীরা কেনেন এই স্টক ? প্রায়শই নতুন বিনিয়োগকারীরা যাদের বাজার সম্পর্কে সামান্য জ্ঞান থাকে বা যাদের বিনিয়োগের পরিমাণ অল্প থাকে তারা পেনি স্টক কেনেন।
একজন নতুন বিনিয়োগকারী যদি ১০,০০০ টাকার মতো একটি ছোট বিনিয়োগের পরিমাণ দিয়ে ১ টাকার একটি পেনি স্টক কিনেন, তাহলে তিনি ১০ হাজার শেয়ার পাবেন।
এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে লগ্নিকারী একটি স্থিতিশীল কোম্পানির ১০০০ শেয়ারও কিনতে পারেন। যেখান থেকে তিনি মাত্র ১০টি শেয়ার পাবেন। কিন্তু পেনি স্টক সম্পর্কে কম তথ্যের কারণে অনেক ক্ষেত্রেই বিনিয়োগকারীরা 'প্রাইস' ও 'ভ্যালু'র পার্থক্য বুঝতে পারেন না।
এই ধরনের কোম্পানিতে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অনেকে মনে করেন, কোম্পানিগুলি সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিটি কোম্পানির জন্য এই ধারণা ঠিক নয়। তাই পেনি স্টকগুলিতে অর্থ বিনিয়োগ করার সময় খুব সতর্কতা অবলম্বন করা দরকার। এটি আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -