Ruchi Soya FPO: শুরুতেই ধামাকা, রুচি সোয়ার শেয়ার বাড়ল ১৫ শতাংশ
Patanjali group's Ruchi Soya: তালিকাভুক্তির দিনেই লম্বা লাফ। শুরুতেই পতঞ্জলির রুচি সোয়ার এফপিও শেয়ার বাড়ল প্রায় ১৫ শতাংশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি পতঞ্জলির এই সয়াবিন ব্র্যান্ড নিয়ে প্রচারে নেমেছিলেন যোগগুরু বাবা রামদেব। বাজারের তালিকাভুক্ত হয় এই সয়াবিন ব্র্যান্ড। শুক্রবার সেই স্টকই নিল দুরন্ত গতি।
এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ BSE-তে ১৪.৭৯ শতাংশ বেড়ে স্টকের দাম দাঁড়ায় ৯৪০ টাকা। সেখানে নিফটি ৫০-তে এই স্টক ১৪.৭১ শতাংশ বেড়ে ৯৩৮ টাকায় থামে।
মার্কেট এক্সপার্টরা মনে করছেন, পতঞ্জলি গ্রুপের একটি শক্তিশালী ব্যাকআপ পায় রুচি সোয়া। ইদানীং কোম্পানিতে একটি পরিবর্তন লক্ষ করা গিয়েছে। হঠাৎ করে অনেকটাই লাভের মুখ দেখেছে এই কোম্পানি।
শুক্রবার থেকেই মার্কেটে ট্রের্ডিংয়ের অনুমতি পেয়েছে এই স্টক। এদিনের ঊর্ধ্বমুখী বাজারে শুরুটা ভালোই হয়েছে পতঞ্জলির এই সয়া ব্র্যান্ডের। এখন অপেক্ষা আগামী দিনের।
রুচি সয়ার FPO-র ক্ষেত্রে ইস্যু প্রাইস ৬৫০ টাকা প্রতি শেয়ার রেখেছিল কোম্পানি। মার্চের ২৪ থেকে ২৮ তারিখ এই ইস্যু খোলা ছিল বাজারে।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী সপ্তাহে এই শেয়ার গতি নিতে পারে। তবে সূচক নিচে নামলে তার প্রভাব পড়বে এই স্টকের ওপরও।
চলতি বছরে বহু কোম্পানি আইপিও আনলেও তা সেভাবে সাফল্য পায়নি। এদের মধ্যে ব্যতিক্রম আদানি -উইলমার। তবে রুচি সোয়ার স্টক নিয়েও আশা দেখছেন বিনিয়োগকারীরা।
বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহেও ১৮,০০০ অতিক্রম করে যাবে নিফটির সূচক। সেই ক্ষেত্রে পতঞ্জলির রুচি সোয়ার স্টকেও প্রভাব পড়বে। ১০০০ টাকা অতিক্রম করতে পারে এই শেয়ারের দাম।
রামদেব ও পতঞ্জলির সমর্থন থাকায় এই স্টকের এমনিতেই একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তাই প্রথমেই এই স্টকে বিনিয়োগে করতে চাইছেন অনেকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -