Eyebrow Thinning: পাতলা হয়ে যাচ্ছে ভ্রূ জোড়া! নেপথ্য কারণ কী, প্রতিকার কোন উপায়ে, জেনে নিন বিশদে
পার্লারে গিয়ে ৫ মিনিট। তাতেই বদলে যায় মুখের আদল। তাই শত ব্যস্ততা থাকলেও ভ্রূ তুলতে তুলতে ছুটে যান মেয়েরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকে আবার রীতিমতো ভ্রূ পরিচর্যাও করেন। ঘন, কালো, ধনুকের আকারের ভ্রু জোড়ার প্রতি মায়া থাকে বইকি।
কিন্তু হঠাৎ যদি ভ্রূ পাতলা হতে শুরু করে, তাহলে রাতের ঘুম উড়ে যায়। কিন্তু ঠিক কী কারণ পাতলা হতে শুরু করে ভ্রূ, জেনে নিন বিশদে।
বয়স বাড়লে মাথার চুল যেমন পাতলা হতে শুরু করে, তেমনই পাতলা হতে তাকে ভ্রুও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমনটা হওয়া স্বাভাবিক বলে মনে করেন চিকিৎসকেরা।
থাইরয়েড ঘাটতি থেকেও পাতলা হয়ে যেতে পারে ভ্রূ। অতিসক্রিয় এবং নিস্ক্রিয় থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে জড়িয়ে চুল ঝরে যাওয়ার সমস্যা। ভ্রূ পাতলা হতে শুরু করলে বুঝতে হবে যে, নিস্ক্রিয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে এমনটা হচ্ছে।
অ্যালোপিশিয়া অ্যারিয়াটা রোগ থেকে পাতলা হতে পারে ভ্রূ। শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতা যখন ভুলবশত চুলের বীজকোষকে আক্রমণ করে, তা থেকে চুর ঝরার সমস্যা দেখা দেয়। এর প্রভাবেই পাতলা হতে শুরু করে ভ্রূ।
গর্ভবতী অবস্থায় বা সন্তান প্রসবেরও অনেকের ভ্রূ পাতলা হতে শুরু করে। শরীরে হরমোন এবং জৈব রসায়নের ওঠানামার জন্যই এমন হয় বলে মনে করেন চিকিৎসকেরা।
এ ছাড়াও অপুষ্টি, একজিমা, সোরাসি, রকনট্যাক্ট ডার্মাটাইটিস শরীরে বাসা বাঁধলেও পাতলা হতে শুরু করে ভ্রূ। ক্যানসার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কেমোথেরাপির প্রভাবে ভ্রূ পাতলা হতে পারে।
তবে চিকিৎসকের কাছে না যাওয়া পর্যন্ত ভ্রূ পাতলা হওয়ার নির্দিষ্ট কারণ জানা সম্ভব নয়। কারণ রোগের কারণ জানলে তবেই সেই মতো চিকিৎসা শুরু করা সম্ভব। এ ক্ষেত্রে হরমোনের ওষুধ, ইঞ্জেকশন প্রয়োগ করে শুরু হয় চিকিৎসা।
এ ছাড়াও অ্যাকুপাংচারের সাহায্যও নেন অনেকে। বাড়িতে আবার ক্যাস্টর অয়েল ব্যবহারও করা হয়। তবে মূলত ভ্রূ ঘন করতেই ক্যাস্টর অয়েল ব্যবহার করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -