Investment Scheme: সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ নাকি শুধু এসআইপি- বছরে ১.৫ লক্ষ টাকা জমালে কোন স্কিমে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে ?
SIP vs PPF vs SSY: কেউ যদি বছরে ১.৫ লক্ষ টাকা করে জমান এবং টানা ২১ বছর ধরে এই বিনিয়োগ চালিয়ে যান তাহলে কোন স্কিমে কত রিটার্ন আসবে দেখে নেওয়া যাক।
কোন স্কিমে বিনিয়োগ করলে সবথেকে নিরাপদ ও বেশি রিটার্ন মিলবে ?
1/10
যখন শিশুদের জন্য তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি স্কিমে বিনিয়োগের কথা ওঠে তখন অনেকের মনেই সুকন্যা সমৃদ্ধির কথা উঠে আসে।
2/10
অনেকে আবার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কথাও মনে করেন। কারণ এই দুটি উপায়ই অত্যন্ত নিরাপদ এবং ঝুঁকিবিহীন আর নিশ্চিত রিটার্ন এনে দেয়।
3/10
কিন্তু বাজার বিশেষজ্ঞদের মতে শেয়ার বাজারের সঙ্গে সংযুক্ত মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চালালে দীর্ঘমেয়াদে তাতে বেশি রিটার্ন মেলে।
4/10
কেউ যদি বছরে ১.৫ লক্ষ টাকা করে জমান এবং টানা ২১ বছর ধরে এই বিনিয়োগ চালিয়ে যান তাহলে কোন স্কিমে কত রিটার্ন আসবে দেখে নেওয়া যাক।
5/10
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ হারে ১.৫ লক্ষ টাকা করে জমালে ২১ বছর পরে রিটার্ন মিলবে ৭১.৮ লক্ষ টাকা।
6/10
অন্যদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ সুদের হারে ১.৫ লক্ষ টাকার বার্ষিক বিনিয়োগ ২১ বছর পরে এনে দেবে ৭২.৯ লাখ টাকা।
7/10
আর মিউচুয়াল ফান্ডে কেউ একই টাকা প্রতি বছর বিনিয়োগ করলে ২১ বছর পরে এসআইপিতে পাওয়া যাবে ১.৩৭ কোটি টাকা।
8/10
কেউ যদি বছরে ৫ হাজার টাকা করে জমান, তাহলে পিপিএফে ২১ বছর পরে পাবেন ২.৪৩ লক্ষ টাকা। আর সুকন্যা সমৃদ্ধিতে পাবেন ২.৩৯ লক্ষ টাকা। কিন্তু একই টাকা মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে আপনি ২১ বছর পরে পাবেন ৪.৫৮ লক্ষ টাকা যা অন্য দুটি স্কিমের থেকে অনেকটাই বেশি।
9/10
তবে পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না, সেদিক থেকে ছাড় রয়েছে। আর মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে প্রথম ১ লক্ষ টাকা বাদে বাকি আয়ের উপরে ১২.৫ শতাংশ কর দিতে হবে।
10/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 23 Aug 2025 05:13 PM (IST)