Skoda Kodiaq Facelift: দারুণ ডিজাইনের সঙ্গে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, দেখে নিন স্কোডার এই এসইউভি
প্রিমিয়াম স্ট্যান্সের সাথে সাথে নতুন এলইডি হেডল্যাম্প আনা হয়েছে গাড়িতে। আছে 18-ইঞ্চির নতুন অ্যালয় হুইল। পিছনের অংশে দেখতে পাবেন না সেরকম পরিবর্তন। ক্লিন বাম্পার ডিজাইনের সাথে টার্ন ইন্ডিকেটর সহ নতুন টেল-ল্যাম্প পাবেন এখানে। কোডিয়াক বেশ বড় এসইউভি হলেও গাড়ির ডিজাইনে তা লুকিয়ে রেখেছে কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন পেট্রল ইঞ্জিন ছাড়াও Skoda Kodiaq-এ রয়েছে আরও অনেক পরিবর্তন। আগের মডেলেও দারুণ দেখাত কোডিয়াককে। যদিও নতুন কোডিয়াক একেবারে নতুন মাত্রা যোগ করেছে ডিজাইনে।
সফট টাচ ম্যাটেরিয়ালের সাথে ডিজাইনটিও চমৎকার। স্টিয়ারিং হুইলের টু-স্পোক ডিজাইন এতে 'লাক্সারি' অনুভূতি দেবে। কোডিয়াক ইন্টেরিয়রে নতুন একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। যেখানে একটি 8 ইঞ্চি টাচস্ক্রিন পাবেন।
এই গাড়িতে ফিচারের তালিকা বেশ বড়। এই দামের মধ্যে এত বেশি ফিচার সেগমেন্টের অন্য গাড়িতে নেই। গাড়িতে একটি বিশাল প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড লেদার গুডস, ইন্টারনাল কুলিং ও হিটিং সহ 12 ওয়ে ইলেকট্রিক সিট, স্যারাউন্ড লাইট, Canton 625 W 12-স্পিকার অডিও সিস্টেম দেওয়া হয়েছে গাড়িতে।
এ ছাড়াও গাড়িতে রয়েছে সানরুফ প্লাস, টাচস্ক্রিন সিস্টেম, ইনবিল্ট ন্যাভিগেশন, কানেক্টেড অ্যাপ, ওয়্যারলেস চার্জিং, ইউএসবি সি পোর্ট ও একটি 360-ডিগ্রি ভিউ ক্যামেরা। গাড়ির সুরক্ষার জন্য দেওয়া হয়েছে, 9টি এয়ারব্যাগ, মাল্টি-কলিশন ব্রেকিং ও হ্যান্ডসফ্রি পার্কিংয়ের সাথে পার্ক সহায়তা অন্যান্য উল্লেখযোগ্য ফিচার।
একটা সময় ছিল, যখন এসইউভি মানেই সবাই ডিজেল ভাবত। কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে চিন্তাধারা। শক্তিশালী গাড়ি বলতেও পেট্রলের কথা ভাবা যাচ্ছে।সম্প্রতি সেই চিন্তাধারায় কেবল পেট্রল চালিত এসইউভি বাজারে এনেছে স্কোডা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -