Malaika Arora: সবুজ শর্ট পোশাকে ক্যামেরাবন্দি লাস্যময়ী মালাইকা
গ্ল্যামারাস আউটফিট আর স্টাইল স্টেটমেন্টে সারাক্ষণই খবরে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তাঁর স্টাইল স্টেটমেন্ট বলিউডের অন্দর থেকে অনুরাগীদের কাছেও খুবই জনপ্রিয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমালাইকা অরোরা যখনই বাইরে কোথাও যান, তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়ে। এবারও তেমনই আউটফিটে দেখা গেল অভিনেত্রীকে।
সম্প্রতি এক সালোঁ থেকে বেরনোর সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন মালাইকা অরোরা। অভিনেত্রীর পরনে ছিল সবুজ রঙের পোশাক।
ফ্লোরাল প্রিন্টের টপের সঙ্গে একই প্রিন্টের শর্টে মোহময়ী হয়ে উঠেছিলেন মালাইকা। পোশাকের সঙ্গে মানানসই করে অভিনেত্রী পায়ে ছিল স্নিকার্স।
সোশ্যাল মিডিয়ায় মালাইকার এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কমেন্টে ভরে গিয়েছে। তাঁর রূপ দেখে নতুন করে শ্বাস নিতে পারছেন, বলেও মন্তব্য করেছেন বহু নেট নাগরিক।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই গু়ব রটেছিল অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে নাকি ব্রেক আপ হয়েছে মালাইকা অরোরার। কিন্তু সমস্ত গুজবে জল ঢেলে তারপরই লাঞ্চ ডেটে যেতে দেখা যায় দুই 'লভ বার্ড'কে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -