Skoda Kushaq Monte Carlo : রাস্তায় নামলেই নজর সরবে না, দেখে নিন কুশাকের এই নতুন এডিশন
এবার স্কোডা নিয়ে এল কুশাকের বিশেষ সংস্করণ কুশাক মন্টে কার্লো এডিশন (Skoda Kushaq Monte Carlo)। এই বিশেষ মডেলটি স্কোডার ঐতিহ্যের সঙ্গে যুক্ত। আগের মডেলের থেকে অনেক বেশি বৈশিষ্ট্য রয়েছে এই সাব কমপ্যাক্ট এসইউভিতে। একেবারে স্পোর্টস মডেলের মতো দেখাচ্ছে গাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাইরে থেকে দেখলে কুশাক মন্টে কার্লো আগের থেকে বেশি উজ্জ্বল দেখায়। বিশেষ করে এর লাল রঙের গাড়ি আপনার নজর কাড়বেই।
কালো অ্যাকসেন্টের পাশাপাশি এবার ক্রোম সরিয়ে দেওয়া হয়েছে এই গাড়ি থেকে। পরিবর্তে গাড়ির বিভিন্ন অংশে কালো রং করে দেওয়া হয়েছে।
সামনের গ্রিলে এবার চকচকে কালো রং ব্যবহার করেছে কোম্পানি। এই বিশেষ এডিশনেই পাওয়া যাবে এই রং। গাড়ির ছাদেও পাবেন চকচকে কার্বন স্টিল পেইন্ট। এমনকী দরজার হ্যান্ডেলগুলিকেও কালো থিমের ক্রোম ব্যবহার করা হয়েছে।
ট্রাফিকে থামলে এই গাড়ির থেকে চোখ সরাতে পারবেন না আপনি। দুর্দান্ত রং দেওয়া হয়েছে গাড়িতে।
নতুন সংস্করণে মন্টে কার্লো ব্যাজিং কুশাকে নতুন মাত্রা যোগ করেছে। এতে পাবেন 17-ইঞ্চি অ্যালয় হুইল, যা OCTAVIA vRS 245 সেডানেও রয়েছে। এই চাকাগুলি অবশ্যই স্ট্যান্ডার্ড কুশাক অ্যালোয় চাকার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়।
দেশের এসইউভির ভিড়ে অন্ন্য দেকাবেই এই গাড়ি। সেই অনুযায়ী ডুয়েল ব্ল্যাক থিম ব্যবহার করা হয়েছে গাড়িতে।
স্ট্যান্ডার্ড কুশাকের মতো এখানে 1.0 ও 1.5 টিএসআই পেট্রোল ইঞ্জিন রয়েছে। যার সঙ্গে আরেকটি পরিবর্তন হল 1.5 টিএসআই রেড ব্রেক ক্যালিপার।
মারুতির ব্রেজার থেকে দাম বেশি হলেও এতে পাবেন অনেক বেশি ফিচার। যদিও আপডেটেড ব্রেজায় এই গাড়ির ফিচার দিতে পারে মারুতি।
সুরক্ষার দিক থেকেও কোনও অংশে কম নয় এই জার্মান কার। যাত্রী সুরক্ষা নিয়ে এই গাড়িতে চিন্তা করতে হবে না আপনাকে।
KUSHAQ-এর মন্টে কার্লো সংস্করণটি দাম রাখা হয়েছে 15,99,000 টাকা। যা এর এক্স-শোরুম প্রাইস। টর্নেডো রেড ও ক্যান্ডি হোয়াইট দুটি রঙে পাওয়া যাচ্ছে এই গাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -