Cyclone Asani : অশনি সঙ্কেতে উত্তাল সমুদ্র, দিঘা থেকে বিশাখাপত্তনম, দেখুন সৈকতের পরিস্থিতি
অশনি সঙ্কেতে রাজ্যের উপকূলবর্তী জেলায় জারি হয়েছে সতর্কতা। বকখালিতেও সকাল থেকে শুরু হয় বৃষ্টি। সমুদ্র-স্নানে নিষেধাজ্ঞা থাকায় সৈকতে পর্যটকদের ভিড় নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিঘায় মেঘলা আকাশ। সকাল থেকে মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে।
সৈকতে পর্যটকদের ভিড়। তবে সমুদ্র স্নান নিষেধ। চলছে পুলিশি নজরদারি।
আজ দিঘা ও মন্দারমণির বিচে কড়া নজরদারি পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের। কোনও পর্যটককে জলে নামতে দিল না প্রশাসন।
ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় সোমবার বিকেল থেকে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।
অন্ধ্র উপকূলের আরও কাছে অশনি। শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬০, কাঁকিনাড়া থেকে ১৮০, বিশাখাপত্তনম থেকে ৩১০, ওড়িশার গোপালপুর থেকে ৫৫০ ও পুরী থেকে ৬৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি।
আজ সন্ধে নাগাদ পৌঁছবে অন্ধ্রের উত্তর উপকূলে। তবে ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হতে হতেই শক্তিক্ষয় করে ক্রমশ দুর্বল হবে ঘূর্ণিঝড় অশনি।
আগামীকাল সকালে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
ঘূর্ণিঝড় অশনির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। বিশাখাপত্তনম ও পুরীতে উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসও রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -