Cyclone Asani : অশনি সঙ্কেতে উত্তাল সমুদ্র, দিঘা থেকে বিশাখাপত্তনম, দেখুন সৈকতের পরিস্থিতি
সৈকতের পরিস্থিতি
1/11
অশনি সঙ্কেতে রাজ্যের উপকূলবর্তী জেলায় জারি হয়েছে সতর্কতা। বকখালিতেও সকাল থেকে শুরু হয় বৃষ্টি। সমুদ্র-স্নানে নিষেধাজ্ঞা থাকায় সৈকতে পর্যটকদের ভিড় নেই।
2/11
দিঘায় মেঘলা আকাশ। সকাল থেকে মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে।
3/11
সৈকতে পর্যটকদের ভিড়। তবে সমুদ্র স্নান নিষেধ। চলছে পুলিশি নজরদারি।
4/11
আজ দিঘা ও মন্দারমণির বিচে কড়া নজরদারি পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের। কোনও পর্যটককে জলে নামতে দিল না প্রশাসন।
5/11
ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় সোমবার বিকেল থেকে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।
6/11
অন্ধ্র উপকূলের আরও কাছে অশনি। শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
7/11
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬০, কাঁকিনাড়া থেকে ১৮০, বিশাখাপত্তনম থেকে ৩১০, ওড়িশার গোপালপুর থেকে ৫৫০ ও পুরী থেকে ৬৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি।
8/11
আজ সন্ধে নাগাদ পৌঁছবে অন্ধ্রের উত্তর উপকূলে। তবে ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
9/11
বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হতে হতেই শক্তিক্ষয় করে ক্রমশ দুর্বল হবে ঘূর্ণিঝড় অশনি।
10/11
আগামীকাল সকালে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
11/11
ঘূর্ণিঝড় অশনির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। বিশাখাপত্তনম ও পুরীতে উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসও রয়েছে।
Published at : 11 May 2022 10:53 AM (IST)