Small Savings Scheme: আগামী মাস থেকে বদলে যাবে নিয়ম- পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় কী কী সুবিধে ?

দেশের বেশিরভাগ সাধারণ মানুষ নিশ্চিন্ত বিনিয়োগের মাধ্যমে নিশ্চিত রিটার্নের জন্য কখনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে ফিক্সড ডিপোজিট করেন। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কেউ কেউ বেশি রিটার্নের আশায় পোস্ট অফিসে গিয়ে কেন্দ্র সরকারের কিছু বিশেষ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেও বিনিয়োগ করেন। ছবি- ফ্রিপিক

এর মধ্যেই উল্লেখযোগ্য হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, কিষাণ বিকাশ পত্র ইত্যাদি। ছবি- ফ্রিপিক
আগামী অক্টোবর মাস থেকেই এই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির কিছু নিয়মে বদল আসতে চলেছে। সুদের হার কি বাড়বে ? ছবি- ফ্রিপিক
জানা গিয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকেও সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২ শতাংশেই স্থির রাখা হয়েছে। ছবি- ফ্রিপিক
১৯৮৭ সালে যে সমস্ত ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেগুলিতে আর কোনও সুদ পাওয়া যাবে না। ছবি- ফ্রিপিক
অক্টোবর থেকে একই ব্যক্তির একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকলে কোনও অ্যাকাউন্টেই সুদ মিলবে না গ্রাহকের। ছবি- ফ্রিপিক
১৮ বছরের কম বয়সী গ্রাহকের পিপিএফ অ্যাকাউন্ট থাকলে ১৮ বছর হওয়ার আগে সেই অ্যাকাউন্টে POSA সুদ পাওয়া যাবে। ছবি- ফ্রিপিক
এরপর ১৮ বছর বয়স হলে সেই অ্যাকাউন্টের স্থিরীকৃত সুদের হারে মুনাফা পাবেন গ্রাহক, একই নিয়ম প্রযোজ্য NRI গ্রাহকদের ক্ষেত্রেও। ছবি- ফ্রিপিক
তবে সুদের হারে কোনও বদল আসেনি। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা কিংবা কিষাণ বিকাশ পত্রে সুদ এখনও একই আছে। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -