Small Savings Scheme: আগামী মাস থেকে বদলে যাবে নিয়ম- পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় কী কী সুবিধে ?
দেশের বেশিরভাগ সাধারণ মানুষ নিশ্চিন্ত বিনিয়োগের মাধ্যমে নিশ্চিত রিটার্নের জন্য কখনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে ফিক্সড ডিপোজিট করেন। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেউ কেউ বেশি রিটার্নের আশায় পোস্ট অফিসে গিয়ে কেন্দ্র সরকারের কিছু বিশেষ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেও বিনিয়োগ করেন। ছবি- ফ্রিপিক
এর মধ্যেই উল্লেখযোগ্য হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, কিষাণ বিকাশ পত্র ইত্যাদি। ছবি- ফ্রিপিক
আগামী অক্টোবর মাস থেকেই এই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির কিছু নিয়মে বদল আসতে চলেছে। সুদের হার কি বাড়বে ? ছবি- ফ্রিপিক
জানা গিয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকেও সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২ শতাংশেই স্থির রাখা হয়েছে। ছবি- ফ্রিপিক
১৯৮৭ সালে যে সমস্ত ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেগুলিতে আর কোনও সুদ পাওয়া যাবে না। ছবি- ফ্রিপিক
অক্টোবর থেকে একই ব্যক্তির একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকলে কোনও অ্যাকাউন্টেই সুদ মিলবে না গ্রাহকের। ছবি- ফ্রিপিক
১৮ বছরের কম বয়সী গ্রাহকের পিপিএফ অ্যাকাউন্ট থাকলে ১৮ বছর হওয়ার আগে সেই অ্যাকাউন্টে POSA সুদ পাওয়া যাবে। ছবি- ফ্রিপিক
এরপর ১৮ বছর বয়স হলে সেই অ্যাকাউন্টের স্থিরীকৃত সুদের হারে মুনাফা পাবেন গ্রাহক, একই নিয়ম প্রযোজ্য NRI গ্রাহকদের ক্ষেত্রেও। ছবি- ফ্রিপিক
তবে সুদের হারে কোনও বদল আসেনি। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা কিংবা কিষাণ বিকাশ পত্রে সুদ এখনও একই আছে। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -