Smart Ring: এই রিং করছে কামাল ! টাকা পাঠাতে পারবেন এর মাধ্যমে
টাকা পাঠাতে সাহায্য নিতে হবে না কোনও মোবাইল বা স্মার্ট ওয়াচের। এখন স্মার্ট রিং-এর মাধ্যমেই করে ফেলতে পারেন ইউপিআই পেমেন্ট। কীভাব সম্ভব হল এই অসাধ্য় সাধন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডিজিটালাইজেশনের যুগে ক্রমাগত উন্নতি হচ্ছে প্রযুক্তির। একটা সময় ছিল যখন কম্পিউটার ছিল ঘরের আকারের। তারপর বদলে গেল সেই সময়। নতুন প্রযুক্তি এল, কম্পিউটারগুলি প্রথমে ডেস্কটপে ও পরে ল্যাপটপের আকার পেল।
শুধু তাই নয়, এখন ল্যাপটপের অনেক কাজের জন্য বিকল্প হিসাবে স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে। এবার প্রযুক্তি সম্পর্কিত জিনিসগুলি আরও ছোট ও সহজ করা হচ্ছে। এর মধ্যে ইয়ারফোন, ঘড়ি ও ফিটনেস ট্র্যাকারও রয়েছে।
স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলি প্রথমে স্মার্টওয়াচগুলিতে দেওয়া হয়েছিল। এখন কোচি ভিত্তিক একটি স্টার্টআপ স্মার্ট রিংয়ে এই বৈশিষ্ট্যগুলি দেওয়ার চেষ্টা করছে।
Acemoney নামে একটি স্টার্টআপ সম্প্রতি তিরুঅনন্তপুরমে কেরালা স্টার্টআপ মিশনের একটি স্টার্টআপ কনক্লেভে তার স্মার্ট রিং প্রযুক্তি সামনে এনেছে।
এর উদ্দেশ্য হল, NFC ব্যবহার করে ব্যবহারকারীদের কার্ড, ওয়ালেট বা ফোন না থাকলেও আর্থিক লেনদেনের সুবিধা দেওয়া। কোনও ব্যক্তি তার ফোন বা এটিএম কার্ড আনতে ভুলে গেলে এই রিংটি ব্যবহার করতে পারেন।
অ্যাসিমোনি রিং জিরকোনিয়া সিরামিক দিয়ে তৈরি। এটি hypoallergenic ও স্ক্র্যাচ প্রতিরোধী। এর সঙ্গে এটি ওয়াটারপ্রুফ। তাই সব ঋতুতেই পরতে পারেন এই রিং। এই গ্যাজেটে কোনও ব্যাটারি বা চার্জিং উপাদান দেওয়া নেই।
তাই আপনার সঙ্গে চার্জার বহন করার প্রয়োজন হবে না। রিংটি NFC-সক্ষম। সেই কারণে এটি ব্লুটুথ সংযোগের ওপরও নির্ভরশীল নয়।
এই রিংটি অ্য়াক্টিভ করতে প্রথমে আপনার ফোনে Acemone অ্যাপ ডাউনলোড করতে হবে। এবার টাকা দেওয়ার জন্য আপনার ডিজিটাল ওয়ালেটে টাকা রাখতে হবে। তারপরে অ্যাপে, আপনার রিংয়ে তহবিল স্থানান্তর করতে আপনাকে Contactless অপশন সক্ষম করতে হবে৷
এর জন্য আপনাকে আপনার আঙুলগুলি এমনভাবে ভাঁজ করে নিতে হবে , যেন আপনি কোনও দরজায় টোকা দিচ্ছেন। পেমেন্ট টার্মিনালে আপনার আঙুল রাখুন। বিপ শব্দ পর্যন্ত অপেক্ষা করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -