SBI FD: 'অমৃত কলস ডিপোজিট' প্রকল্প আনল SBI, বাড়ল সুদের হার
সাধারণের জন্য সুখবর। ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই। ৪০০ দিন বা তার বেশি মেয়াদি জমায় মিলবে ৭ দশমিক ১ শতাংশ হারে সুদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ থেকেই কার্যকর নতুন সুদের হার। রাখা যাবে ২ কোটি টাকা পর্যন্ত। 'অমৃত কলস ডিপোজিট' প্রকল্প আনল এসবিআই।
নতুন প্রকল্পে ৪০০ দিন বা তার বেশি মেয়াদি জমায় সুদ মিলবে ৭.১%। বয়স্ক নাগরিকরা সুদ পাবেন ৭.৬% হারে।
বুধবার থেকেই বর্ধিত সুদের হারের নতুন প্রকল্প কার্যকর হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মিলবে এই সুবিধা। রাখা যাবে সর্বোচ্চ ২ কোটি টাকা।
বাজার বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্কের এই 'অমৃত কলস ডিপোজিট' প্রকল্প ‘তাৎপর্যপূর্ণ’।
SBI প্রবীণ নাগরিকদের জন্য FD হার ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে ২৫ বিপিএস বাড়িয়ে দিয়েছে। এখানে ৭.২৫ শতাংশ রেট বেড়ে হয়েছে ৭.৫০ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছর মেয়াদেও একই সুদের হার পাবেন গ্রাহকরা। প্রবীণ নাগরিকদের জন্য SBI-এর দেওয়া সর্বোচ্চ সুদের হার ৭.৫০ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -