HDFC সিকিউরিটিজের নামে চলছে ভুয়ো গ্রুপ, আপনি ফাঁদে পা দেননি তো ?
এবার শেয়ার বাজার নিয়ে জালিয়াতির ফাঁদ। হোয়াটসঅ্য়াপে শেয়ার বাজার নিয়ে চলছে প্রতারকদের গ্রুপ। ব্রোকারেজ ফার্ম HDFC Securities-এর অভিযোগ তাদের নামে চালানো হচ্ছে এই গ্রুপ। যার জেরে বিনিয়োগকারীদের সতর্ক করেছে সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতারণার পরিসংখ্যান বলছে, শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে। বিশেষ করে খুচরো বিনিয়োগকারীদের সংখ্যা এই মার্কেটে দ্রুত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শেয়ারবাজারে জালিয়াতির ঘটনাও।
বহু ক্ষেত্রে ঘটছে এই ঘটনা। বিনিয়োগকারীরা প্রায়শই শেয়ার বাজার সম্পর্কিত প্রতারণার শিকার হচ্ছেন। এরকম একটি ক্ষেত্রে ব্রোকারেজ ফার্ম এইচডিএফসি সিকিউরিটিজ বাজার বিনিয়োগকারীদের সতর্ক করেছে। সোশ্য়াল মিডিয়ায় বরাবরই বিভিন্ন ব্যাঙ্ক এই নিয়ে দেয় সতর্কবার্তা।
HDFC সিকিউরিটিজ তার ব্যবহারকারী ছাড়াও বিনিয়োগকারীদের জাল হোয়াটসঅ্যাপ গ্রুপ এড়াতে সতর্ক করেছে। ব্রোকারেজ ফার্ম বলছে, কোম্পানির নামে হোয়াটসঅ্যাপে ভুয়ো গ্রুপ চালানো হচ্ছে। কোনওভাবেই ওখানে কোনও কারও কথায় বিশ্বাস করবেন না।
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে ওইসব গ্রুপে দাবি করা হচ্ছে। বিনিয়োগকারীদের এই ধরনের গ্রুপ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। এইচডিএফসি সিকিউরিটিজ ব্যবহারকারীদের যেকোনো ধরনের লেনদেনের জন্য শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলে বিশ্বাস করতে বলেছে। হোয়াটসঅ্যাপে তার নামে চালানো জাল গ্রুপে ভাল আয়ের প্রলোভন দিয়ে আর্থিক তথ্য চুরি করা হচ্ছে।
মনে রাখবেন, এইচডিএফসি সিকিউরিটিজের নামে যেকোনও বার্তা পাঠানো হলে বিনিয়োগকারীদের প্রথমে যাচাই করতে হবে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এবং সঠিক গবেষণা করার পর বিনিয়োগের যেকোনও সিদ্ধান্ত নিন।
HDFC সিকিউরিটিজ জানিয়েছে, ব্রোকারেজ সংস্থা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে আধার বা প্যান কার্ড বা ব্যবহারকারীর সঙ্গে সম্পর্কিত কোনও ব্যক্তিগত তথ্য চায় না। সংস্থাটি কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যবহারকারীদের যুক্ত করে না বা অফিসিয়াল প্ল্যাটফর্মের বাইরে কোথাও টাকা দিতে বলা হয় না।
প্রতারণা এড়াতে ব্যবহারকারীদের HDFC সিকিউরিটিজ ওয়েবসাইট বা অনুমোদিত অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, ফার্মটি ব্যবহারকারীদের এইচডিএফসি সিকিউরিটিজের নামে কোনও সন্দেহজনক বার্তা পেলে অবিলম্বে কোম্পানির গ্রাহক পরিষেবা দলকে জানাতে বলেছে।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -