SIP মানেই কেবল লাভ নয়, হতে পারে ক্ষতি ?
মিউচুয়াল ফান্ডে এসআইপি মানেই শুধু লাভ , কী কী ঝুঁকি রয়েছে এখানে ? কেন এসআইপি নিয়ে এত মাতামাতি, কী কী সুবিধা দেখছেন বিনিয়োগকারীরা
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১ প্রতি মাসে টাকা- এসআইপিতে প্রতি মাসে নিয়ম মেনে টাকা রাখায় সহজেই বড় তহবিল তৈরি করা যায়। সেই কারণে অনেকে ব্যাঙ্ক থেকে ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেমের মাধ্যমে এখানে টাকা কাটান বিনিয়োগকারীরা।
২ চক্রবৃদ্ধি হারে সুদ- মিউচুয়াল ফান্ডে এসআইপি মোডে টাকা রাখায় এতে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ে। তাই সম্ভাব্য রিটার্নের পরিমাণ এফডি বা অন্য বিকল্পের থেকে অনেকটাই বেশি হয়। ৩ কম টাকা রাখা যায় প্রতি মাসে- মনে রাখবেন, SIP বিনিয়োগকারীদের অনেক কম পরিমাণে ইনভেস্টমেন্টের অনুমতি দেয়। তারফলে কম পরিমাণ দিয়েও বড় তহবিল তৈরি করা যায়।
৪ ফান্ড ম্যানেজারের হাতে থাকে টাকা- টাকা দিয়ে আপনাকে চিন্তায় থাকতে হয় না। প্রতিটি মিউচুয়াল ফান্ডের নির্দিষ্ট ম্যানেজার থাকে। যারা এই বিপুল পরিমাণ ফান্ড নিয়ন্ত্রণ করে থাকেন। অভিজ্ঞ ম্য়ানেজার থাকায় টাকা কীভাবে বাড়বে তা নিয়ে চিন্তা থাকে না।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের রয়েছে বেশকিছু ঝুঁকি ১ বেশি রিটার্ন মানেই বেশি চার্জ-অনেক মিউচুয়াল ফান্ড নিজেদের খ্যতি ও রিটার্নের জন্য একটু বেশি চার্জ করে। যা সাধারণ ব্যাঙ্ক বা কোনও ফিক্সড ডিপোজিটে আপনাকে দিতে হয় না।
২ শেয়ার বাজারে ঝুঁকি: মিউচুয়াল ফান্ডে ১২-১৫ শতাংশ রিটার্ন পাওয়া গেলেও এগুলি কম সময়ে আপনাকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে। কারণ শেয়ার বাজারের ওঠানামার ওপর আপনার বিনিয়োগের তহবিল নির্ভর করে।
৩ রিটার্নের এখানে কোনও গ্যারান্টি থাকে না-ফিক্সড ডিপাজিটের থেকে সাধারণত বেশি দিলেও এখানে কত শতাংশ সুদ পাবেন, তা ফান্ড কর্তৃপক্ষ নিশ্চিত করে না। বাজার ওপরে উঠলে আপনাক তহবিল বাড়বে, নীচে নামলে কমবে।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -