Sensex: আজ থেকে বাজারে ফের দুরন্ত গতি ! না কারেকশন মুডে যাবে সপ্তাহ ?
গত সপ্তাহে দুরন্ত গতি দেখিয়েছে বাজার (Share Market), ভেঙেছে একের পর এক রেকর্ড। তাই সোমবার থাকছে বাড়তি চাপ। আরও নতুন উচ্চতায় ইন্ডিয়ান স্টক মার্কেটকে (Sensex) দেখতে চাইছেন বিনিয়োগকারীরা। যদিও টেকনিক্যাল চার্ট ও বাস্তব বলছে অন্য কথা। জেনে নিন, আগামী সপ্তাহে কোন কোন বিষয়ের ওপর নি্ভর করবে বাজারের (Nifty) গতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App: ইতিমধ্যেই দেশীয় পুঁজিবাজারে রেকর্ড উত্থান লক্ষ্য করা গেছে। বাজার ক্রমাগত নতুন রেকর্ড তৈরি করছে। গত সপ্তাহটিও ছিল বুলদের আধিপত্য। উভয় প্রধান সূচক যেমন বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি শুক্রবার নতুন সর্বকালের উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়েছে।
অন্যদিকে দেশের পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায়, টানা বর্ষণে অনেক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, একই সঙ্গে রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে। সবজির দাম আগুন, এমন পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহ বিনিয়োগকারীদের জন্য নতুন সুয়োগ তৈরি করতে পারে।
অন্যদিকে দেশের পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায়, টানা বর্ষণে অনেক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, একই সঙ্গে রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে। সবজির দাম আগুন, এমন পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহ বিনিয়োগকারীদের জন্য নতুন সুয়োগ তৈরি করতে পারে।
গত সপ্তাহে নিফটি 19,564.50 পয়েন্টে বন্ধ হয়েছে। এটি নিফটির সর্বোচ্চ ক্লোজিং লেভেলও। শুক্রবারের লেনদেনের সময়, এটি 19,595.35 পয়েন্টে উঠেছিল, যা নিফটির জন্য নতুন সর্বকালের উচ্চ স্তর। এইভাবে, সেনসেক্স এবং নিফটি উভয়ই গত সপ্তাহে নতুন রেকর্ড তৈরি করেছে।
নতুন সপ্তাহের কথা বললে, এই সময়ে বিশ্বের শেয়ারবাজারের প্রবণতা, বিদেশি বিনিয়োগকারীদের প্রবণতা ও কোম্পানিগুলির ত্রৈমাসিক ফল শেয়ারবাজারের গতিপথকে অনেকাংশে প্রভাবিত করবে।
নতুন সপ্তাহে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস, অশোক লেল্যান্ড, ডিএলএফ, জেএসডব্লিউ স্টিল, হিন্দুস্তান জিঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো সংস্থাগুলির ত্রৈমাসিক ফল ঘোষণা করতে চলেছে। এছাড়াও, বিনিয়োগকারীদের নজর থাকবে টাকার ওঠানামা ও অপরিশোধিত তেলের দামের দিকেও।
অভ্যন্তরীণ পর্যায়ে টানা বর্ষণ এবং টমেটোসহ অন্যান্য সবজির দাম বাজারের গতিতে প্রভাব ফেলতে পারে। দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির ফলে প্রচুর ফসল ও ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল হিমাচল প্রদেশেই প্রায় 8000 কোটি টাকার ক্ষতির সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।
আগামী দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে টমেটোর দামও আকাশচুম্বী। অনেক জায়গায় টমেটোর দাম কেজি প্রতি আড়াইশো টাকায় পৌঁছেছে। এগুলি শেয়ার বাজারে প্রভাব ফেলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -