Success Story: IAS হতে পারেননি, এখন চা বিক্রি করেই বছরে ১৫০ কোটি আয় ! চেনেন অনুভব দুবেকে ?
মধ্যপ্রদেশের রেওয়ায় বড় হয়েছেন অনুভব দুবে। বাবা ছিলেন ব্যবসায়ী। তিনি চাইতেন তাঁর ছেলে ভারতীয় বায়ুসেনায় যোগ দিক। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু নিজের ইচ্ছেয় দিল্লিতে UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে যান অনুভব। তখনও ঠিক ছিল না কী হতে চান তিনি। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কিছুদিন কাজও করেছিলেন অনুভব। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
কিন্তু মন বসছিল না। ভাবছিলেন নিজের কিছু করা যায় কিনা। উদ্যোক্তা হিসেবেই নিজেকে দেখতে চেয়েছিলেন অনুভব। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
২০১৬ সালে UPSC পরীক্ষার পড়া ছেড়ে দেন অনুভব। শুরু করেন নিজের ব্যবসার ভাবনা। শুরু হয় ব্যবসা নিয়েই নতুন করে ভাবনা-চিন্তা। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
বন্ধু আনন্দ নায়েকের সঙ্গে একত্রে নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবেন অনুভব দুবে। মাত্র ৩ লক্ষ টাকা দিয়ে শুরু করেন এই চায়ের দোকান। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
একটি গার্লস হোস্টেলের সামনে তাঁদের প্রথম চায়ের দোকান খোলা হয়। ইন্টিরিয়র ডিজাইন করা, মার্কেটিং করার বাজেট ছিল না। নিজেদের মত করেই সেই দোকান খুলেছিলেন অনুভব আর আনন্দ। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
ইন্দোরে তাদের সেই প্রথম আউটলেটে ব্যানার লাগানোরও পয়সা ছিল না। একটা কাঠের টুকরোর উপর হাতে লিখেই চালু করেছিলেন তাঁর 'চায়ে সুট্টা বার'। আর এই নামেই ম্যাজিক লুকিয়ে ছিল। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
আর আজ সারা ভারতের ১৯৫টি শহরে মোট ৪০০টি আউটলেট রয়েছে 'চায়ে সুট্টা বার'-এর। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও ছাপ ফেলেছেন অনুভব। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
দুবাই, ইউনাইটেড কিংডম, কানাডা, ওমান ইত্যাদি দেশেও তাঁদের আউটলেট খোলা হয়েছে। সারা বছরে অনুভবের এই চায়ের আউটলেটে ১৫০ কোটি টাকার টার্নওভার হয়। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
IAS হতে পারেননি, CA পড়াও হয়নি। কিন্তু আজ অনুভব দুবে সাফল্যের এক অন্যতম দৃষ্টান্ত। বড় চাকরি নয়, উদ্যোক্তা হিসেবে সারা ভারতের কাছে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অনুভব। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -