Success Story: IAS হতে পারেননি, এখন চা বিক্রি করেই বছরে ১৫০ কোটি আয় ! চেনেন অনুভব দুবেকে ?
Anubhab Dubey: UPSC-র প্রস্তুতি নিয়ে IAS হতে চেয়েছিলেন, পারেননি। আজ তিনিই শুধু চা বিক্রি করে বছরে ১৫০ কোটি আয় করেন। জানেন অনুভব দুবের সাফল্যের কাহিনি ?
ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
1/10
মধ্যপ্রদেশের রেওয়ায় বড় হয়েছেন অনুভব দুবে। বাবা ছিলেন ব্যবসায়ী। তিনি চাইতেন তাঁর ছেলে ভারতীয় বায়ুসেনায় যোগ দিক। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
2/10
কিন্তু নিজের ইচ্ছেয় দিল্লিতে UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে যান অনুভব। তখনও ঠিক ছিল না কী হতে চান তিনি। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কিছুদিন কাজও করেছিলেন অনুভব। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
3/10
কিন্তু মন বসছিল না। ভাবছিলেন নিজের কিছু করা যায় কিনা। উদ্যোক্তা হিসেবেই নিজেকে দেখতে চেয়েছিলেন অনুভব। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
4/10
২০১৬ সালে UPSC পরীক্ষার পড়া ছেড়ে দেন অনুভব। শুরু করেন নিজের ব্যবসার ভাবনা। শুরু হয় ব্যবসা নিয়েই নতুন করে ভাবনা-চিন্তা। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
5/10
বন্ধু আনন্দ নায়েকের সঙ্গে একত্রে নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবেন অনুভব দুবে। মাত্র ৩ লক্ষ টাকা দিয়ে শুরু করেন এই চায়ের দোকান। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
6/10
একটি গার্লস হোস্টেলের সামনে তাঁদের প্রথম চায়ের দোকান খোলা হয়। ইন্টিরিয়র ডিজাইন করা, মার্কেটিং করার বাজেট ছিল না। নিজেদের মত করেই সেই দোকান খুলেছিলেন অনুভব আর আনন্দ। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
7/10
ইন্দোরে তাদের সেই প্রথম আউটলেটে ব্যানার লাগানোরও পয়সা ছিল না। একটা কাঠের টুকরোর উপর হাতে লিখেই চালু করেছিলেন তাঁর 'চায়ে সুট্টা বার'। আর এই নামেই ম্যাজিক লুকিয়ে ছিল। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
8/10
আর আজ সারা ভারতের ১৯৫টি শহরে মোট ৪০০টি আউটলেট রয়েছে 'চায়ে সুট্টা বার'-এর। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও ছাপ ফেলেছেন অনুভব। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
9/10
দুবাই, ইউনাইটেড কিংডম, কানাডা, ওমান ইত্যাদি দেশেও তাঁদের আউটলেট খোলা হয়েছে। সারা বছরে অনুভবের এই চায়ের আউটলেটে ১৫০ কোটি টাকার টার্নওভার হয়। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
10/10
IAS হতে পারেননি, CA পড়াও হয়নি। কিন্তু আজ অনুভব দুবে সাফল্যের এক অন্যতম দৃষ্টান্ত। বড় চাকরি নয়, উদ্যোক্তা হিসেবে সারা ভারতের কাছে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অনুভব। ছবি- অনুভব দুবের ইনস্টাগ্রাম anubhavdubey1 থেকে
Published at : 26 Jan 2024 04:13 PM (IST)