Tata Technologies IPO: বাজারে আসার আগেই গ্রে মার্কেটে দুরন্ত গতি টাটার এই IPO-র
Tata Technologies IPO: প্রায় দুই দশক পর শেয়ার বাজারে নামতে চলেছে টাটা গ্রুপের একটি নতুন কোম্পানি। টাটা গ্রুপের এই কোম্পানির নাম টাটা টেকনোলজিস আইপিও (Tata Technologies IPO)। টাটার এই আইপিও এখনও ঘোষণা হয়নি। তবে গ্রে মার্কেটে ইতিমধ্য়েই রেকর্ড গড়তে শুরু করেছে এর দাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষবার টাটা গ্রুপের আইপিও এসেছিল 19 বছর আগে। সেই সময়ে 2004 সালে টাটা গ্রুপের আইটি সংস্থা টিসিএস-এর একটি আইপিও ছিল। টিসিএস-এর আইপিও বাজারে প্রচুর আগ্রহ তৈরি করেছিল। এখন এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম তালিকাভুক্ত সংস্থা। এই কারণেই প্রতিটি বিভাগের বিনিয়োগকারীরা টাটা গ্রুপের নতুন আইপিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
টাটা টেকনোলজিস লিমিটেড আসলে টাটা গ্রুপের অটো কোম্পানি টাটা মোটরসের একটি সহযোগী প্রতিষ্ঠান। টাটা টেকনোলজিস আইপিও ইতিমধ্যেই বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি থেকে অনুমোদন পেয়েছে।
বাজার এখন অপেক্ষা করছে কবে টাটা টেকনোলজির আইপিও লঞ্চ হবে। মনে করা হচ্ছে, অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে এই আইপিও আসতে পারে। অর্থাৎ আগামী এক মাসের মধ্যেই বাজারে আসতে পারে টাটা গ্রুপের নতুন আইপিও।
Tata Technologies IPO 405,668,530 শেয়ার থাকবে। কোম্পানির আনুমানিক মূল্য প্রায় 12,000 কোটি টাকা। তাই মনে করা হচ্ছে এই আইপিওর ইস্যু মূল্য শেয়ার প্রতি প্রায় 295 টাকা হতে পারে। তবে, কোম্পানি যদি ছাড় দেয় তাহলে আইপিও মূল্য 265-270 টাকার কাছাকাছি থাকতে পারে।
যদিও এখন থেকে গ্রে মার্কেটে যে ধরনের সাড়া পাওয়া যাচ্ছে। কিছু বিশ্লেষক ধারণা করছেন, কোম্পানি এই ক্ষেত্রে আইপিও মূল্যের রেঞ্জ প্রতি শেয়ার 315 থেকে 320 টাকা করতে পারে।
SEBI ইস্যুর প্রস্তাব অনুমোদন করার সময় থেকে গ্রে মার্কেটে টাটা টেকনোলজিস আইপিও সম্পর্কে বুলিশ জল্পনা তৈরি হয়েছে। এখন আইপিও লঞ্চের সম্ভাব্য তারিখ যতই ঘনিয়ে আসছে, গ্রে মার্কেটে সাড়াও ততই দ্রুত হচ্ছে। এই মুহূর্তে গ্রে মার্কেট প্রিমিয়াম অর্থাৎ Tata Technologies IPO-এর GMP 105 টাকায় পৌঁছেছে। এক সপ্তাহ আগে এটি ছিল 89 টাকা।
জুলাই মাসে বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি পরপর কয়েকবার নতুন উচ্চ স্তর ছুঁয়েছে । তারপর থেকে বাজারে বিক্রি বেড়েছে । তবে বর্তমানে বাজারের সেন্টিমেন্ট দুর্বল হলেও টাটা গ্রুপের নতুন আইপিও নিয়ে উৎসাহ রয়েছে।
প্রায় দুই দশক পর শেয়ার বাজারে নামতে চলেছে টাটা গ্রুপের একটি নতুন কোম্পানি। টাটা গ্রুপের এই কোম্পানির নাম টাটা টেকনোলজিস আইপিও (Tata Technologies IPO)।
টাটার এই আইপিও এখনও ঘোষণা হয়নি। তবে গ্রে মার্কেটে ইতিমধ্য়েই রেকর্ড গড়তে শুরু করেছে এর দাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -