Tata Tiago CNG: টিয়াগোর সব ভ্যারিয়েন্টে সিএনজি মডেল, ভিতরে-বাইরে কেমন দেখতে গাড়ি ?
Tata Tiago CNG: পেট্রল-ডিজেলের অগ্নিমূল্য ও ১০ লাখের মধ্যে বৈদ্যুতিক গাড়ির অভাবের ফলে দেশে বেড়েই চলেছে CNG গাড়ি লঞ্চের সংখ্যা। সম্প্রতি সেই তালিকায় নাম লিখিয়েছে Tata Tiago ও Tigor plus। আজ আমরা আপনাকে Tata Tiago CNG সম্পর্কে জানাব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTiago CNG টিয়াগোর সব শ্রেণিতেই পাওয়া যায়। তাই আপনি এটি XE, XM, XT, XZ+ ট্রিমে পেতে পারেন৷ তাই যে কোনও পেট্রোল টিয়াগোর মালিক যে সব ফিচার পাবেন আপনি সেই সব ফিচার সিএনজি মডেলগুলিতে পাবেন। সেই অর্থে ক্লাইমেট কন্ট্রোল, কালো ও বেইজ রঙের ডুয়াল টোন ইন্টেরিয়র, প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল, স্টিয়ারিং কন্ট্রোল, রেয়ার ভিউ ক্যামেরা ইত্যাদি বৈশিষ্ট্যের কারণে টিয়াগো অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। আমাদের অবশ্যই বলতে হবে গাড়িটি 'মিডনাইট প্লাম' রঙে দারুণ দেখায়।
Tata Tiago CNG review: Tiago-তে স্ট্যান্ডার্ড পেট্রল ইঞ্জিন 86bhp ও 113Nm টর্ক তৈরি করে। এই গাড়ি CNG মোডে 73bhp ও 95Nm টর্কে নেমে আসে। পেট্রল বা সিএনজির মধ্যে সেন্ট্রাল কনসোলের সুইচ পরিবর্তন করার সময় আপনি CNG মোডে গাড়ি চালু করতে পারেন। আপনি যদি সিএনজি/পেট্রল কম চালান তবে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। শহরের ব্যবহারের জন্য ঠিকঠাক পারফরম্যান্স দেয় টিয়াগো সিএনিজি।
Tata Tiago CNG review: এই গাড়ি প্রতি কেজিতে 27 কিমি মাইলেজ দিতে সক্ষম। আপনি চাইলে এর থেকে আরও বেশি মাইলেজ বের করতে পারেন। Tiago CNG এর সবচেয়ে বড় সমস্যা হল বুট স্পেসের অভাব। সিএনজি কিটের কারণে যা 80 লিটারে কমিয়ে আনা হয়েছে। সবথেকে বড় বিষয় নিরাপত্তার বিষয় নিয়েদারুণ কাজ করেছে টাটা। কোনও কারণে জ্বালানির ঢাকনা সঠিকভাবে বন্ধ না হলে বা গাড়ির মাইক্রো সুইচ বন্ধ না করলে সরবে না গাড়ি।
Tata Tiago CNG review: গাড়ির দাম 6.09 লক্ষ টাকা থেকে শুরু হয়েছে। যেখানে টপ-এন্ড XZ+-এর দাম 7.52 লক্ষ টাকা। এটা স্পষ্ট যে টাটা মোটরস সিএনজি গাড়িগুলিকে আরও প্রিমিয়াম করে তুলেছে। এই গাড়ির চেহারা, বৈশিষ্ট্য, নিরাপত্তা, সিএনজির কর্মক্ষমতা সবই আপনার পছন্দ হবে। তবে বুট স্পেস না থাকার কারণে এই গাড়ি নাও নিতে পারেন অনেকেই।
বর্তমানে,Maruti,Hyundai এর মতো মাত্র কয়েকটি গাড়ি নির্মাতা ফ্যাক্টরি ফিটেড CNG গাড়ি অফার করে। এবার সেই তালিকায় নাম লেখাল টাটাও। শীঘ্র্ই আমরা দেখতে পাব Altroz CNG ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -