Income Tax: ৩১ মার্চের আগে করদাতাদের যে কাজগুলি সেরে রাখা প্রয়োজন
সবাই জানেন মার্চ মাস অর্থবর্ষের শেষ মাস। নতুন আর্থিক বছরের আগে করদাতাদের কিছু কাজ সেরে রাখা প্রয়োজন। (PC: Freepik)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই কাজগুলি সেরে রাখলে কোনও ধরনের সমস্যার মুখে পড়তে হবে না। জেনে নেওয়া যাক, নতুন অর্থবর্ষের আগে কোনও কাজগুলি সেরে রাখা প্রয়োজন। (PC: Freepik)
চাকরিজীবী হলে এবং ২০২১-২০২২-এ চাকরি বদলে থাকলে ৩১ মার্চের আগে ১২ বি ফর্ম পূরণ করে যেখানে চাকরি করছেন, সেখানে জমা করতে হবে। এতে কোম্পানি আপনার টিডিএস সঠিক হিসেবের ভিত্তিতে কাটতে পারবে। (PC: Freepik)
এখনও পর্যন্ত আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করে থাকেন, তাহলে সেই কাজ ২০২২-র ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ করে নিন। ৩১ মার্চের পর আধারের সঙ্গে প্যান যুক্ত না হলে তা ইনভ্যালিড হয়ে যাবে। এরপর আধার-প্যান সংযোগের জন্য ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। সেইসঙ্গে যাঁদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের তিনগুণ টিডিএস দিতে হবে। (PC: Freepik)
ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না করা থাকলে তা দ্রুত সম্পূর্ণ করুন। উল্লেখ্য, ৩১ মার্চের আগে ব্যাঙ্কে আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর ও প্যানের বিস্তারিত সহ অন্যান্য নথি জমা দেওয়া জরুরি। তা না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে এবং ব্যাঙ্ক পরিষেবার সুবিধা পেতে পারবেন না।(PC: Freepik)
অর্থবর্ষ ২০২১-২০২২-এ আয়কর ছাড়ের সুবিধা পেতে চান, তাহলে অর্থবর্ষ শেষ হওয়ার আগে এলআইসি, পোস্ট অফিসে বিভিন্ন প্রকল্প সহ ট্যাক্স সেভিং প্রকল্পে লগ্নি করতে পারেন। এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করে ৮০ সি ও ৮০ ডি-র আওতায় করে ছাড়ের সুবিধা পেতে পারেন। (PC: Freepik)
এখনও ২০১৯-২০২০ অর্থবর্ষের আয়কর রিটার্ন ফাইল না করে থাকলে তা ৩১ মার্চের মধ্যে করতে হবে। এটাই ওই বছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ সুযোগ। সময়সীমা শেষ হওয়ার পর রিটার্ন দাখিল করলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। (PC: Freepik)
অ্যাডভান্স ট্যাক্স ভরা না থাকলে দ্রুত এই কাজ সেরে নিন। উল্লেখ্য, অ্যাডভান্স ট্যাক্স জমার বছরে চারটি তারিখ ইনকাম ট্যাক্স কর্তৃক স্থির করা হয়েছে। এরমধ্যে ১৫ মার্চ ২০২২ ছিল অ্যাডভান্স ট্যাক্স ভরার শেষ তারিখ। কিন্তু তা বাড়িয়ে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত করা হয়েছে। ৩১ মার্চের আগে অ্যাডভান্স ট্যাক্স জমা দিলে ইন্টারেস্ট সেভিংসে লাভ মিলবে। (PC: Freepik)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -