Holi 2022 : আবিরে-রঙে বসন্ত-বরণ, আজও শহর জুড়ে উড়ছে গুলাল, দেখুন ছবি
বাতাসে উড়ছে বসন্তের রং। রঙের উৎসবের আনন্দে মেতেছে শহর - শহরতলি। শুক্রবার সাড়ম্বরে পালন হয়েছে দোল। আজ হোলির আনন্দে মাতোয়ারা শহর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবসন্ত এসে গেছে। বাংলার দিগন্তে লেগেছে শিমূল-পলাশের লাবণ্য। তারই মাঝে রঙের আনন্দে ডুব দিল বাংলা সহ সারা দেশ।
হোলির রাত আলো করে উঠল পূর্ণিমার চাঁদ। সারাদিনের রঙের উৎসবের শেষে জ্যোৎস্না রাতে মন মাতল সকলের।
দোল পূর্ণিমায় বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার দেওয়া গৌর নিতাই বিগ্রহের মহা-অভিষেক হয় মায়াপুর ইসকনের মন্দিরে।
আজও দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে হোলি। নাচে-গানে রাঙিয়ে দেওয়া চসছে। বসন্ত উৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।ছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়৷
দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর...বসন্ত জাগ্রত দ্বারে শোনা যাচ্ছে আজও। শহরের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বসন্ত উৎসব।
কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও গেরুয়া। দোলের দিনে সব রং মিলেমিশে একাকার।
' জমকালো উত্সব আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। বৈচিত্র, সৌহার্দ্য, ও সাম্যের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক। ' ট্যুইটে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বসন্তের রঙে মাতলেন শহরের কচি-কাঁচা থেকে বড়রা৷ এবার শহর ছেয়ে গিয়েছে ভেষজ আবিরে। সঙ্গে মিলছে ভেষজ রং-ও।
কলকাতার বুকে কোথাও কোথাও উঠে এল এক টুকরো শান্তিনিকেতন। নাচে-গানে বসন্তকে বরণ করলেন সকলে। দোলের পরদিন আজও পালিত হচ্ছে বসন্ত উৎসব। ছবি সূত্র : PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -