Holi 2022 : আবিরে-রঙে বসন্ত-বরণ, আজও শহর জুড়ে উড়ছে গুলাল, দেখুন ছবি
আবিরে-রঙে বসন্ত-বরণ
1/10
বাতাসে উড়ছে বসন্তের রং। রঙের উৎসবের আনন্দে মেতেছে শহর - শহরতলি। শুক্রবার সাড়ম্বরে পালন হয়েছে দোল। আজ হোলির আনন্দে মাতোয়ারা শহর।
2/10
বসন্ত এসে গেছে। বাংলার দিগন্তে লেগেছে শিমূল-পলাশের লাবণ্য। তারই মাঝে রঙের আনন্দে ডুব দিল বাংলা সহ সারা দেশ।
3/10
হোলির রাত আলো করে উঠল পূর্ণিমার চাঁদ। সারাদিনের রঙের উৎসবের শেষে জ্যোৎস্না রাতে মন মাতল সকলের।
4/10
দোল পূর্ণিমায় বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার দেওয়া গৌর নিতাই বিগ্রহের মহা-অভিষেক হয় মায়াপুর ইসকনের মন্দিরে।
5/10
আজও দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে হোলি। নাচে-গানে রাঙিয়ে দেওয়া চসছে। বসন্ত উৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।ছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়৷
6/10
দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর...বসন্ত জাগ্রত দ্বারে শোনা যাচ্ছে আজও। শহরের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বসন্ত উৎসব।
7/10
কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও গেরুয়া। দোলের দিনে সব রং মিলেমিশে একাকার।
8/10
' জমকালো উত্সব আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। বৈচিত্র, সৌহার্দ্য, ও সাম্যের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক। ' ট্যুইটে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
9/10
বসন্তের রঙে মাতলেন শহরের কচি-কাঁচা থেকে বড়রা৷ এবার শহর ছেয়ে গিয়েছে ভেষজ আবিরে। সঙ্গে মিলছে ভেষজ রং-ও।
10/10
কলকাতার বুকে কোথাও কোথাও উঠে এল এক টুকরো শান্তিনিকেতন। নাচে-গানে বসন্তকে বরণ করলেন সকলে। দোলের পরদিন আজও পালিত হচ্ছে বসন্ত উৎসব। ছবি সূত্র : PTI
Published at : 19 Mar 2022 11:15 AM (IST)