Multibagger Stocks: ১ বছরে ১০০ শতাংশেরও বেশি রিটার্ন, এই ১০ স্মলক্যাপ স্টক পকেট ভরিয়েছে
স্মলক্যাপ স্টকে ঝুঁকি বেশি থাকে অনেক, কিন্তু সেই তুলনায় রিটার্নও অনেকি বেশি মাত্রায় পাওয়া যায়। এমনই বাজারের ১০টি স্মলক্যাপ স্টকে গত এক বছরের মধ্যে ১০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় প্রথমেই আছে কিটেক্স গারমেন্টস সংস্থার নাম। এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ২৭৯ শতাংশ। ১৮৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৯২ টাকা।
বালু ফোর্জ ইন্ডাস্ট্রিজের স্টকের দাম ২০৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫৭ টাকা, ২৭০ শতাংশ মুনাফা এসেছে।
গারওয়্যার হাইটেক ফিল্মসের স্টকে বিনিয়োগকারীরা পেয়েছেন ১৮৭ শতাংশ মুনাফা। ১৭৪৬ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৫০২০ টাকা। অনন্ত রাজ নামের স্টক দিয়েছে ১৮৪ শতাংশ রিটার্ন, ৩১২ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৮৮৫ টাকা।
এছাড়াও রয়েছে জেন টেকনোলজিসের শেয়ার। এই স্টক কেনা থাকলে আপনি এক বছরেই ১৬১ শতাংশ মুনাফা পেতেন।
প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম এক বছরে ৪২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০২ টাকা। এখন সর্বকালীন উচ্চতায় ট্রেড করছে এই শেয়ার।
এই তালিকায় আরও আছে কেফিন টেকনোলজিস, লয়েডস মেটাল ও এনার্জি, সুপ্রিয়া লাইফসায়েন্সেস সংস্থার শেয়ারের নাম।
কেফিন টেকনোলজিসে ১৪১ শতাংশ, সুপ্রিয়া লাইফ সায়েন্সেসের শেয়ারে ১২৬ শতাংশ রিটার্ন এসেছে ১ বছরে।
এমনকী অনুপ ইঞ্জিনিয়ারিং, জিন্দাল পলিফিল্মস, ফার্স্টসোর্স সলিউশনস সংস্থার শেয়ারের দামও এক বছরে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -