Multibagger Stock: ২ টাকার স্টক আজ ৯০০ টাকায় ! ১ লাখ থেকেই ৩ কোটি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা

Penny Stock: বুধবারের বাজারে এই স্টক পতনে খোলে, বম্বে স্টক এক্সচেঞ্জে সেদিন এই স্টক ০.৪২ শতাংশ পড়ে ৯০১ টাকায় বন্ধ হয়েছে। এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ২২ বছরে আজ ৩.৩২ কোটি টাকা রিটার্ন পেতেন।

এই পেনিস্টকে ১ লাখ থেকেই এসেছে ৩ কোটির রিটার্ন

1/10
আজ থেকে ২২ বছর আগে এই স্টকের দাম ছিল মাত্র ২.৩৭ টাকা। আর এখন এই স্টকের দাম পৌঁছেছে ৩০৭ টাকায়।
2/10
সংস্থার নাম জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার। এই স্টকে বিপুল রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের।
3/10
২০০২ সালে কেউ যদি এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তিনি ৩.৩২ কোটি টাকা রিটার্ন পেতেন।
4/10
বুধবারের বাজারে এই স্টক পতনে খোলে, বম্বে স্টক এক্সচেঞ্জে সেদিন এই স্টক ০.৪২ শতাংশ পড়ে ৯০১ টাকায় বন্ধ হয়েছে।
5/10
এই স্টক যেন টাকা ছাপার মেশিন। বিগত ৫ বছরে এই স্টকে ৬৩৯.২৯ শতাংশ রিটার্ন এনে দিয়েছে।
6/10
তবে গত ৬ মাসে এই স্টকের দাম ১১ শতাংশ পড়ে গিয়েছে। তবে এক মাসের হিসেবে এই স্টক ৮.২২ শতাংশ বেড়েছে।
7/10
গত এক বছরে ১২ শতাংশ মাত্র বেড়েছে এই স্টকের দাম। সংস্থার সেলস গত অর্থবর্ষের তুলনায় ৫ শতাংশ বেড়েছে।
8/10
একই সময়ে গত অর্থবর্ষে এই সংস্থা ১.৮১ মিলিয়ন রুপো বিক্রি করেছিল এবং তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১.৯০ মিলিয়নে।
9/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Sponsored Links by Taboola