Mutual Fund: মাসে ৭ হাজারের SIP-তেই জমত ১ কোটি টাকা, এই ফান্ডে দারুণ রিটার্ন
Multicap Fund: এত কম টাকার বিনিয়োগেই ২১ বছরে ১ কোটি টাকা জমাতে পারতেন এই ফান্ডে। ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে এই ফান্ড লঞ্চ হয় বাজারে। এই ফান্ডে ৭ হাজারের SIP-তেই এসেছে বিপুল রিটার্ন।
এই মিউচুয়াল ফান্ডে এসেছে বিপুল রিটার্ন
1/9
মাল্টিক্যাপ ফান্ডে বিনিয়োগ আসলে লার্জক্যাপ এবং স্মলক্যাপ ফান্ডে, ইকুইটি এবং ডেট ইত্যাদি বিভিন্ন সম্পদে বিভাজিত করা থাকে।
2/9
এর মাধ্যমে রিটার্ন যেমন বেশি পাওয়া যায়, তেমনি ঝুঁকির পরিমাণও অনেক কমে যায়। এমনই একটি ফান্ডে ৭ হাজারের SIP-তেই এসেছে বিপুল রিটার্ন।
3/9
এত কম টাকার বিনিয়োগেই ২১ বছরে ১ কোটি টাকা জমাতে পারতেন এই ফান্ডে। ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে এই ফান্ড লঞ্চ হয় বাজারে।
4/9
এই ফান্ডের বেঞ্চমার্ক হল নিফটি ৫০০ মাল্টিক্যাপ সূচক। বিগত এক বছরে এই ফান্ডে দিয়েছে ৪০.২৯ শতাংশ রিটার্ন।
5/9
আর ২১ বছর আগে বিনিয়োগ করলে এই ফান্ডে বার্ষিক ১৫.২৯ শতাংশ রিটার্ন মিলেছে। এই ফান্ডের নাম বরোদা বিএনপি পরিবাস মাল্টিক্যাপ ফান্ড।
6/9
এই ফান্ডেই ২১ বছর ধরে ৭ হাজার টাকার এসআইপি করলে আপনি জমাতে পারতেন ১ কোটি ৪৪ লক্ষ ৩ হাজার ৯৫৩ টাকা।
7/9
আর এই ২১ বছরে আপনার জমানো অঙ্ক থাকত মাত্র ১৭.৬৪ লক্ষ টাকা আর এর উপরে বার্ষিক ১৫.২৯ শতাংশ চক্রবৃদ্ধি হারে রিটার্ন পেতেন।
8/9
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
9/9
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 21 Nov 2024 05:09 PM (IST)