FD Interest Rate: এই সরকারি ব্যাঙ্কগুলি দিচ্ছে SBI-এর থেকেও বেশি সুদ
State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নয়,দেশের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক দিচ্ছে অনেক বেশি সুদ। এমনিতে ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (FD)খোলার জন্য ভারতীয়দের প্রথম পছন্দ। ভারতে সরকারি ব্যাঙ্কগুলির মোট স্থায়ী আমানতের 36% শেয়ার রয়েছে এই ব্যাঙ্কের কাছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppFD-তে সর্বোচ্চ সুদ দেয় না স্টেট ব্যাঙ্ক। অন্যান্য পাবলিক সেক্টর ব্যাঙ্ক রয়েছে যেগুলি 7% এর বেশি FD রিটার্ন অফার করে, যা SBI FD সুদের হার থেকে অনেক বেশি। উদাহরণস্বরূপ, ব্যাঙ্ক অফ বরোদা 3 বছরের জন্য FD-তে 7.25% সুদের হার অফার করে। বিনিয়োগকারী যাতে বুঝতে পারেন, সেই কারণে আমরা সরকারি সেক্টরের ব্যাঙ্কগুলির একটি তালিকা তৈরি করেছি। যেগুলি 3 বছরের মেয়াদের জন্য সেরা FD সুদের হার অফার করে৷
ব্যাঙ্ক অফ বরোদা বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে FD-তে সর্বোচ্চ সুদ দিচ্ছে৷ এটি তিন বছরের FD-তে 7.25% পর্যন্ত অফার করে। এই ব্যাঙ্কে FD-তে 1,00,000 টাকার বিনিয়োগ করলে তা তিন বছরে 1.24 লক্ষ টাকা হবে। মানিকন্ট্রোল রিপোর্ট অনুসারে, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে মোট FD-তে ব্যাঙ্ক অফ বরোদার 10% শেয়ার রয়েছে৷
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তিন বছরের FD-এ 7% পর্যন্ত সুদ দিচ্ছে। PNB-এর FD-এ 1,00,000 টাকা বিনিয়োগ করলে তা তিন বছরে বেড়ে 1.23 লক্ষ টাকা হবে। সরকারি ব্যাঙ্কগুলিতে রাখা মোট FD-তে PNB-এর 10% শেয়ার রয়েছে।
কানারা ব্যাঙ্ক তিন বছরের এফডিতে 6.8% পর্যন্ত সুদ দিয়ে থাকে। কানারা ব্যাঙ্কের এফডি-তে 100,000 টাকার বিনিয়োগ তিন বছরে বেড়ে 1.22 লক্ষ টাকা হবে।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তিন বছরের FD-তে 6.5% পর্যন্ত সুদের হার অফার করছে। তিন বছরের এফডিতে 1,00,000 টাকার বিনিয়োগ তিন বছরে বেড়ে 1.21 লক্ষ টাকা হবে৷
দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তিন বছরের এফডি-তে সুদের হারের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। SBI তিন বছরের FD-এ 6.5% বার্ষিক সুদের হার অফার করে। SBI-এর FD-তে 1,00,000 টাকার বিনিয়োগ তিন বছরে বেড়ে 1.21 লক্ষ টাকা হবে।
দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তিন বছরের এফডি-তে সুদের হারের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। SBI তিন বছরের FD-এ 6.5% বার্ষিক সুদের হার অফার করে। SBI-এর FD-তে 1,00,000 টাকার বিনিয়োগ তিন বছরে বেড়ে 1.21 লক্ষ টাকা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -