West Bengal Weather : কালীপুজোর আগেই হাওয়া-বদল বঙ্গে? জানিয়ে দিল আবহাওয়া দফতর

কালীপুজোর আগেই হাওয়া-বদল বঙ্গে?

1/8
পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে, আস্তে আস্তে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। তার হাত ধরে দুয়ারে হাজির শীত।
2/8
দুর্গাপুজোয় সামান্য বৃষ্টি ভোগালেও আর বৃষ্টি-কাঁটা নেই। এবার অপেক্ষা শীতের।
3/8
কালীপুজোর আগে তাপমাত্রা কী নামবে ? এই প্রশ্নটাই এখন সবার মুখে। সারা বাংলাতেই ভোর ও বেশি রাতে হালকা ঠান্ডার আমেজ।
4/8
পুজো মিটতেই বাতাসে হিমেল ভাব। মাঝ-হেমন্তেই শীতের আগমনী বার্তা। কলকাতার তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করলেও আগামী কয়েকদিনে নামতে পারে পারদ।
5/8
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি বা তারও নিচে। উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
6/8
কালীপুজোর আগে ঠান্ডার আমেজ এলেও নভেম্বরের প্রথম সপ্তাহেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা। নভেম্বরের শুরুতে ফের উঠবে পারদ।
7/8
উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী। পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি হলেও তার দাপট কমই থাকবে। এরই মাঝে এসে পড়বে শীত।
8/8
দার্জিলিঙে পর্যটনের মরশুমে আবহাওয়া ভাল থাকবে। নভেম্বরের শুরুতে নামবে তাপমাত্রা। মেঘলা আকাশ থাকবে মূলত।
Sponsored Links by Taboola