West Bengal Weather : কালীপুজোর আগেই হাওয়া-বদল বঙ্গে? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে, আস্তে আস্তে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। তার হাত ধরে দুয়ারে হাজির শীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্গাপুজোয় সামান্য বৃষ্টি ভোগালেও আর বৃষ্টি-কাঁটা নেই। এবার অপেক্ষা শীতের।
কালীপুজোর আগে তাপমাত্রা কী নামবে ? এই প্রশ্নটাই এখন সবার মুখে। সারা বাংলাতেই ভোর ও বেশি রাতে হালকা ঠান্ডার আমেজ।
পুজো মিটতেই বাতাসে হিমেল ভাব। মাঝ-হেমন্তেই শীতের আগমনী বার্তা। কলকাতার তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করলেও আগামী কয়েকদিনে নামতে পারে পারদ।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি বা তারও নিচে। উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
কালীপুজোর আগে ঠান্ডার আমেজ এলেও নভেম্বরের প্রথম সপ্তাহেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা। নভেম্বরের শুরুতে ফের উঠবে পারদ।
উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী। পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি হলেও তার দাপট কমই থাকবে। এরই মাঝে এসে পড়বে শীত।
দার্জিলিঙে পর্যটনের মরশুমে আবহাওয়া ভাল থাকবে। নভেম্বরের শুরুতে নামবে তাপমাত্রা। মেঘলা আকাশ থাকবে মূলত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -