Tiguan facelift : অফিশিয়াল লুকে 'ব্ল্যাক বিস্ট', দেখে নিন কেমন দেখতে নতুন টিগুয়ান
নতুন এই Tiguan facelift-এ রয়েছে পাঁচটি দরজা। আগে Tiguan Allspace-এ ছিল তিনটি রো। নতুন Tiguan luxury SUV তৈরি করা হয়েছে দেশের কার প্লান্টে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTiguan-এর ফেসলিফ্টে একটি 8 ইঞ্চি টাচস্ক্রিন দেওয়া হয়েছে। যার লেটেস্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম ও নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটিও সম্পূর্ণ ডিজিটাল।
এটি একটি সম্পূর্ণরূপে লোডেড মডেল। আপনি ফিচারের ক্ষেত্রে অনেক কিছু পাবেন। এতে ইউএসবি সি পোর্ট, একটি প্যানোরামিক সানরুফ, তিনটি জোনের ক্লাইমেট কন্ট্রোল, 30টি মুড লাইটিং অপশন সহ অ্যাম্বিয়েন্ট লাইটিং, চামড়ার সিট, কানেক্টেড কার টেকনোলজি-সহ আরও অনেক কিছু রয়েছে।
গাড়ির সুরক্ষার দিক থেকে আপনি পাবেন 6টি এয়ারব্যাগ, সামনে ও পিছনের ডিস্ক ব্রেক, হিল স্টার্ট অ্যাসিস্ট, হিল ডিসেন্ট কন্ট্রোল, অটো হোল্ড ইত্যাদি।
টিগুয়ান চওড়া ও 'ড্রাইভার ড্রিভেন কার' হওয়ার জন্য আদর্শ। এই গাড়ি ফোর সিটার হিসাবে সবচেয়ে ভাল ব্যবহার করা হয়। কারণ পিছনের সিটে এর সেন্ট্রাল টানেল যাত্রীদের বসার স্থান অনেকটাই কমিয়ে দেয়।
টিগুয়ান বড় এসইউভি হলেও হ্যান্ডলিং ভাল হওয়ার কারণে একটি ছোট গাড়ি মনে হয়। শহরে গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হালকা অনুভূত হয়। উচ্চ গতিতে আত্মবিশ্বাস দেয় এই গাড়ি।
31.9 লক্ষ টাকা দামের Tiguan সামান্য দামি হলেও এর মান যথেষ্ট ভাল। আমরা যা পছন্দ করেছি তা হল গাড়ির- চেহারা, গুণমান, ফিচার, ইঞ্জিনের কার্যক্ষমতা। আমাদের পছন্দ হয়নি এর অত্যধিক দাম ও ডিজেল বিকল্প না থাকার বিষয়টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -