Ankita Lokhande’s Wedding Reception: মিলে যাচ্ছে হুবহু, রিসেপশনে অনুষ্কা শর্মার সাজ নকল অঙ্কিতার?
গত ১৪ ডিসেম্বর মুম্বইয়েরই এক পাঁচতারা হোটেলে প্রেমিক ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অঙ্কিতা। দুই পরিবারের সদস্য, আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে নতুন জীবন শুরু করেছেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য বিরাট রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নবদম্পতি অঙ্কিতা-ভিকি। আর সেখানেই নববধূ অঙ্কিতা লোখান্ডের সাজ নজর কাড়ল।
সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে এদিন সেজেছিলেন অভিনেত্রী। তবে, নেট দুনিয়ায় অঙ্কিতার রিসেপশনের সাজের ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে তাঁর সাজ নিয়ে।
দুধে আলতা রঙের বেনারসী শাড়িতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে ভারী গয়না। মাথার খোঁপায় ফুলের মালা। আর অভিনেত্রীর এই সাজ দেখেই অনুরাগীরা মিল পাচ্ছেন অনুষ্কা শর্মার রিসেপশনের সাজের সঙ্গে।
কয়েক বছর আগে বিরাট কোহলিকে (Virat Kohli) বিয়ে করার পর রিসেপশন পার্টিতে এভাবেই সেজেছিলেন অনুষ্কা। ভারী কাজের শাড়ির সঙ্গে ভারী গয়না ও মাথায় খোঁপায় ফুলের মালা।
অনুষ্কা শর্মা এবং অঙ্কিতা লোখান্ডে দুই অভিনেত্রীর রিসেপশনের সাজ এক হলেও দুই অভিনেত্রীকেই সুন্দর লাগছে বলেও মন্তব্য করেছেন নেট নাগরিকরা।
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে দুই অভিনেত্রীই হয়ে উঠেছেন অপরূপা।
'পরিত্র রিস্তা' অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। বিয়ে থেকে মেহেন্দি, সঙ্গীত, রিসেপশনের সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -