Employees News : এই দেশের কর্মচারীদের কাজের সময় সবচেয়ে কম! শীর্ষে রয়েছে কোন দেশের নাম ?
ইউরোপীয় দেশ ফিনল্যান্ডে গড় কাজের সময় 28.9 ঘণ্টা। নরওয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যেখানে এক সপ্তাহে কর্মীদের গড় কাজের সময় 27.1।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বের অনেক দেশ আছে যেখানে সপ্তাহে কাজের সময় খুবই কম। সেকারণে সেই দেশের জীবনযাত্রার মান অনেক উন্নত। দেশে কর্মজীবনের সঙ্গে ব্য়ক্তিগত ভারসাম্য বজায় থাকে এই কারণে।
এখানে আমরা সেইসব দেশের কথা বলছি, যেখানে সপ্তাহে কাজের সময় সবচেয়ে কম। এই সংখ্যাই বলে দেয় সেই দেশের কর্ম সংস্কৃতির কথা।
এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া। এখানে কর্মীদের সপ্তাহে মাত্র 29.4 ঘণ্টা কাজ করতে হয়।
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সুইডেন। এখানে কর্মীদের গড় কাজের সময় 29.2 ঘণ্টা। তাহলেই বুঝে নিন, কত ঘণ্টা দিনে কাজ করতে হয় কর্মীদের।
নেদারল্যান্ডস বিশ্বের এমন একটি দেশ যেখানে কর্মীদের কাজের সময় খুবই কম। এখানে মানুষ সপ্তাহে মাত্র 26.7 ঘণ্টা কাজ করে। কাজের চাপের ক্ষেত্রে অনেক সময় প্রভাবিত হয় ব্যক্তিগত জীবন। যা অনেক সময় কর্মীদের সুস্থ জীবন ব্যস্ত করে তোলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -