SUV: চলতি বছর দীপাবলির সময়ে ভারতে লঞ্চ হতে পারে এই ৫টি এসইউভি, দেখুন ছবিতে
Volvo XC 40 Recharge- চলতি বছরের শুরুর দিকে ভলভো সংস্থার all-electric XC40 গাড়ি প্রকাশ্যে এসেছে। অক্টোবর মাসে এই গাড়ির ডেলিভারি শুরু হবে বলে মনে করা হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppVolvo XC 40 Recharge- চলতি বছরের শুরুর দিকে ভলভো সংস্থার all-electric XC40 গাড়ি প্রকাশ্যে এসেছে। অক্টোবর মাসে এই গাড়ির ডেলিভারি শুরু হবে বলে মনে করা হচ্ছে।
Mahindra Bolero Neo Plus- লং হুইলবেসের এই গাড়ি ৯ সিটের মডেল। এই বছরের শেষের দিকে এই গাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে।
The Mahindra Bolero Neo Plus গাড়ি ৪৪০০ মিলিমিটার লম্বা, ১৭৯৫ মিলিমিটার চওড়া এবং ১৮১২ মিলিমিটার উঁচু হবে। আর হুইলবেস থাকবে ২৬৮০ মিলিমিটারের।
কিয়া সেলটস ফেসলিফট গাড়িও চলতি বছর দীপাবলির আশপাশের সময় লঞ্চ করার কথা রয়েছে। এই গাড়িতে যুক্ত হয়েছে নতুন একজোড়া হেডল্যাম্প।
এই গাড়ির ডিজাইন এবং লুক সম্বন্ধে কিছু ফিচার ছাড়া এখনও সেভাবে বিশেষ কিছু প্রকাশ্যে আসেনি। দাম কত হতে পারে তাও জানা যায়নি।
Hyundai Creta facelift- হুন্ডাইয়ের এই গাড়ি ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে শোনা যাচ্ছে, এই কমপ্যাক্ট এসইউভির দাম শুরু হতে পারে ১০.৫ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে।
আপডেটেড হুন্ডাই ক্রেটার এই মডেলে থাকবে নতুন প্যারামেট্রিক গ্রিল, এলইডি ডে-টাইম রানিং ল্যাম্প, নতুন এলইডি হেডল্যাম্প।
Hyundai Palisade- হুন্ডাইয়ের এই ফুল সাইজ এসইউভি কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে। একটি লাইভ স্ট্রিম ভিডিয়ো করে এই এসইউভির লুক এবং ডিজাইনের আপডেট প্রকাশ করা হয়েছিল।
এই গাড়িতে ৩.৮ লিটারের ভি ইঞ্জিন থাকছে। এর সাহায্যে ২৯৫ হর্সপাওয়ার এবং ৩৫৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এছাড়াও থাকবে ৮-স্পিড অটোম্যাটিক ট্রান্সমিশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -