Electric Scooters Photos: ১০০ কিলোমিটার চলে এক চার্জে ! দেখে নিন সেরা ৫টি ইলেকট্রিক স্কুটারের ছবি

electric_scooter: জেনে নিন এই ইলেকট্রিক স্কুটারগুলির দমদার পারফরম্যান্স।

1/6
Electric Scooters Photos: গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, দেশে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ছে। এরকম পরিস্থিতিতে, আপনি যদি পেট্রলের পরিবর্তে ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবেন, তবে দেখতে পারেন এই পাঁচটি স্কুটারের তালিকা। যেগুলি পেট্রল স্কুটারের দামে কিনতে পারবেন। এতে পেট্রলের খরচ লাগবে না, হাঁফ ছেড়ে বাঁচবেন আপনি।
2/6
Ola S1 এর দাম 85099 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছে। এতে 3.97 KWh এর ব্যাটারি দিয়েছে কোম্পানি। Ola S1 এর ড্রাইভিং রেঞ্জ 181 কিমি/চার্জ। এর সর্বোচ্চ গতি 115 কিমি প্রতি ঘণ্টা। এই স্কুটার 5 সেকেন্ডে 0 থেকে 60 কিমি প্রতি ঘণ্টায় গতি তুলতে সক্ষম।এতে রয়েছে 8500 ওয়াট মিড ড্রাইভ আইপিএম মোটর।
3/6
হিরো ইলেকট্রিক অ্যাট্রিয়ার দাম 63640 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এতে রয়েছে 51.2 V, 30Ah ব্যাটারি। স্কুটারটির ড্রাইভিং রেঞ্জ 85 কিমি/চার্জ ও সর্বোচ্চ গতি 25 কিমি প্রতি ঘণ্টা। এতে একটি 250 ওয়াট মোটর রয়েছে। এই স্কুটার চার্জ হতে 4-5 ঘণ্টা সময় লাগে।
4/6
TVS iQube ইলেকট্রিকের দাম 1,00,777 টাকা (এক্স-শোরুম)। এতে লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। এর ড্রাইভিং রেঞ্জ 75 কিমি/চার্জ। সর্বোচ্চ গতি 78 কিমি প্রতি ঘণ্টা যেতে পারে এই স্কুটার। এটি 9.65 সেকেন্ডে 0 থেকে 60 kmph গতিবেগ তুলতে পারে। এতে একটি 4.4 kW BLDC মোটর রয়েছে। এর চার্জিং টাইম - 5 ঘণ্টা (0 থেকে 80 শতাংশ)।
5/6
Hero Electric Photon-এর দাম 71,440 টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে 76 V, 26Ah ব্যাটারি। 108 কিমি/চার্জের ড্রাইভিং রেঞ্জ রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে৷ এর সর্বোচ্চ গতি 42 কিমি প্রতি ঘণ্টা। এতে একটি 1200 W BLDC মোটর রয়েছে। এর চার্জিং টাইম 5 ঘণ্টা।
6/6
PURE EV Epluto 7G-এর দাম 83,999 টাকা (এক্স-শোরুম)। এই স্কুটার 60 V, 2.5 kwh ব্যাটারির মাধ্যমে চলে। এর ড্রাইভিং রেঞ্জ 90-120 কিমি/চার্জ। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি 60 কিমি প্রতি ঘণ্টা। এই স্কুটার 2200 W ব্রাশলেস হাব মোটরে চলে।এর চার্জিং টাইম 4 ঘণ্টা।
Sponsored Links by Taboola