Mutual Funds: এই ৫ ইক্যুইটি মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে বেশি রিটার্ন
বদলে গিয়েছে ভারতের শেয়ার বাজার। গত এক বছরে 8.62 শতাংশের ইতিবাচক বৃদ্ধি দেখিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি। মুদ্রাস্ফীতিকে স্বাচ্ছন্দ্যে হারাতে পেরেছে কিছু ইক্যুইটি মিউচুয়াল ফান্ড স্কিম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সময়ের মধ্যে 35 শতাংশের মতো বৃদ্ধি দিয়েছে এই ফান্ডগুলি। এই মিউচুয়াল ফান্ডগুলি 'ডিরেক্ট গ্রোথ' প্ল্যানের আওতায়'হাই রিস্ক' ও 'ভেরি হাই রিস্ক' বিভাগে ছিল।
Quant Small Cap Fund Direct Plan Growth গত এক বছরে 17 অগাস্ট, 2022 থেকে আজ (17 অগাস্ট, 2023) পর্যন্ত 37.74 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক বছর আগে এর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ছিল 136.34 টাকা, যা এখন বেড়ে 186.49 টাকা হয়েছে।
এই ইক্যুইটি মিউচুয়াল ফান্ড 6,779.64 কোটি টাকার তহবিল তৈরি করেছে। এই স্কিমের জন্য সর্বনিম্ন SIP পরিমাণ প্রতি মাসে 1,000 টাকা।
ICICI Prudential Commodities Fund Direct Growth 17 অগাস্ট, 2022 থেকে গত এক বছরে 20.58 শতাংশ রিটার্ন দিয়েছে।
এক বছর আগে এর NAV ছিল 26.07 টাকা, যা বেড়ে 31.29 টাকা হয়েছে। ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের আকার 1,079.22 কোটি টাকা। ন্যূনতম এসআইপি পরিমাণ 100 টাকা।
Nippon India Small Cap Fund Direct Growth গত এক বছরে 33.43 শতাংশ রিটার্ন দিয়েছে। এক বছর আগে এর এনএভি ছিল 42.13 টাকা, যা এখন 17 আগস্ট, 2023 পর্যন্ত 127.63 এ বেড়েছে। এর ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের আকার 34,468.92 কোটি টাকা। ন্যূনতম এসআইপি পরিমাণ ছিল 100 টাকা।
Axis Small Cap Fund Direct Growth গত এক বছরে 20.36 শতাংশ দিয়েছে। এক বছর আগে এর NAV ছিল 83.60 টাকা। এর তহবিলের আকার ছিল 15,025 কোটি টাকা। সর্বনিম্ন SIP পরিমাণ হল 100 টাকা।
বাজার বিশেষজ্ঞরা বলেছেন, মিউচুয়াল ফান্ডগুলি বাজারের ঝুঁকির সাপেক্ষে এবং এই তহবিলগুলি 'ভেরি হাই রিস্ক' ও 'হাই রিস্ক' বিভাগের অধীনে রয়েছে।
সেই ক্ষেত্রে এই মিউচুয়াল ফান্ডগুলিতে বিনিয়োগের আগে ইনভেস্টারদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও আর্থিক লক্ষ্যগুলি মূল্যায়ন করা উচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -