Top Selling Cars 2021: ২০২১-এ দেশে বেশি বিক্রি হয়েছে এই গড়িগুলি, দেখে নিন কারা আছে তালিকায়
Top Selling Cars In India 2021: করোনাকালে ২০২১-এ ভারতীয় গাড়ির বাজারে সমস্যা তৈরি করেছিল চিপের ঘাটতি। তার মধ্যেই ভারতীয় ক্রেতাদের মন জয় করেছে এই গাড়িগুলি। দেখে নিন, গত বছর কোন গাড়িগুলির বিক্রি ছিল সবথেকে বেশি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMaruti Vitara Brezza ব্রেজা একটি পুরোনো গাড়ি হওয়া সত্ত্বেও এখনও এর বিক্রি কমেনি। পেট্রল ইঞ্জিন ও বড় কেবিন হওয়ায় এই গাড়ির ভালই বিক্রি ছিল ২০২১ সালে। ব্রেজার রক্ষণাবেক্ষণও অনেক সহজ । তাই পুরোনো মডেল হওয়া সত্ত্বেও গত বছর ভালই বিক্রি হয়েছে এই সাবকমপ্যাক্ট SUV-র।
Hyundai Creta ক্রেটা ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি। আশ্চর্যজনকভাবে এটি একটি প্রিমিয়াম কমপ্যাক্ট এসইউভি যার দাম 15 লক্ষ টাকার বেশি। গত বছর লক্ষাধিক ডিজেল/পেট্রোল ট্রিম সহ ক্রেটা গাড়ি বিক্রি হয়েছে।
Tata Nexon টাটা নেক্সন-এর ফেসলিফ্টের ব্যাপক চাহিদা রয়েছে ভারতীয় বাজারে। গত বছর প্রচুর সংখ্যায় বিক্রি হয়েছে এই গাড়ি। সবচেয়ে বেশি বিক্রিত টাটার গাড়ি এইটি। এর সুরক্ষা, চেহারা ও ফিচারের কারণে চাহিদা বেশি টাটার এই গাড়ির।এর ইলেকট্রিক ভ্যারিয়েন্টন্টিরও ভাল বিক্রি আছে। এক কথায় গত বছরের হিট প্রোডাক্ট Nexon।
Kia Seltos ডিজাইন ল্যাঙ্গোয়েজ ও ফিচারের জন্য দেশের বাজারে লঞ্চ করেই সফলতা পেয়েছে কিয়া সেলটস। কিয়ার সোনেটকে ছেড়ে এই মাঝারি এসইউভির ওপর আস্থা রেখেছে দেশবাসী। সেলটসের বড় কেবিন, ইঞ্জিন অপশন ও ভাল দাম এই গাড়িকে আরও জনপ্রিয় করে তুলেছে।
Maruti Swift/Baleno সেরা বিক্রিত গাড়ির তালিকায় নাম রয়েছে Maruti Swift-এরও। নতুন পেট্রল ইঞ্জিনের সঙ্গে ফেসলিফ্ট ডিজাইন দারুণভাবে সফল হয়েছে। ২০২১-এ 1.5 লাখেরও বেশি ইউনিট বিক্রি করে এটি ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তকমা পেয়েছে। ভারতে নিজেদের ব্র্যান্ড ভ্যালু অক্ষত রেখেছে Maruti Swift। দেশে গত বছর বিক্রি হওয়া গাড়ির তালিকায় নাম রয়েছে Maruti Baleno-রও। প্রিমিয়াম হ্যাচ স্পেসে এই মডেলের 1.5 লাখ গাড়ি বিক্রি হয়েছে।
Maruti Wagon R ২০২১ সালে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় নাম রয়েছে নতুন প্রজন্মের Maruti Wagon R-এর। এতে সিএনজি ভ্যারিয়েন্টের পাশাপাশি AMT অপশন রয়েছে। গত বছর 1.64 লক্ষ ইউনিট বিক্রি করেছে Maruti Wagon R।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -