Toyota Urban Cruiser Hyryder: টয়োটার নতুন এসইউভি এল ভারতে, দেখে নিন ডিজাইন ও ছবি

Toyota Urban Cruiser Hyryder

1/5
মারুতির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই সাব কমপ্যাক্ট এসইউভি তৈরি করেছে টয়োটা। দেশের বাজারে হাইরাইডার ৪মিটারের বেশি দৈর্ঘ্যের গাড়িগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে। যেখানে হুন্ডাই ক্রেটা (Hyundai Creta) কিয়া সেলটস (Kia Seltos) বাদেও রয়েছে আরও অনেক মডেল।
2/5
মারুতির সঙ্গে জোট বাঁধলেও একেবারে কোম্পানির নিজস্ব নকশার আদল বজায় রেখেছে টয়োটা। কোম্পানির কর্ণাটকের বিদাদিতে তৈরি হবে এই গাড়ি। উৎসবের মরশুমে বিক্রি শুরু হবে দেশে৷
3/5
সামনে পুরো এলইডি হেডল্যাম্প সহ কালো গ্রিল দেওয়া হয়েছে। পাতলা ডিআরএলের সঙ্গে এসইউভিতে দেওয়া হয়েছে একটি আক্রমনাত্মক নকশা। দেশের বাজারে প্রথম পুরোপুরি হাইব্রিড এসইউভি বলা চলে হাইরাইডারকে।
4/5
তবে মূল স্ক্রিনে একটি ৯ ইঞ্চি ইউনিট থাকছে।Hyryder-এ পাবেন কানেকটেড কার টেকনোলজি , ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ক্লাইমেট কন্ট্রোল, একটি সানরুফ, ক্রুজ নিয়ন্ত্রণ, ভেন্টিলেটেড সিটস ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য।
5/5
এই এসইউভিতে একটি ফ্লোটিং রুফ ও ক্রোম লাইন-সহ পাতলা এলইডি হেডল্যাম্প রয়েছে। যা ডুয়াল টোন রঙে পাওয়া যাবে। এসইউভিতে ১৭ ইঞ্চির চাকা থাকবে।ভিতরে ড্যাশবোর্ডে সিলভার ফিনিশের মতো একটি ফরচুনার লুক দেখতে পাবেন।
Sponsored Links by Taboola