Toyota Urban Cruiser Hyryder: টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডারের কোন কোন ফিচারে নজর রাখবেন? দেখুন ছবিতে
ভারতে সম্প্রতি টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কমপ্যাক্ট এসইউভি লঞ্চ হয়েছে। এই গাড়ির কোন কোন বৈশিষ্ট্য কেনার আগে নজরে রাখবেন, দেখে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়ি বিশেষজ্ঞরা বলছেন, হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটসের মতো গাড়ির সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কমপ্যাক্ট এসইউভি।
টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কনপ্যাক্ট এসইউভি ৪৩৬৫ মিলিমিটার লম্বা এবং ১৭৯৫ মিলিমিটার চওড়া। দুর্দান্ত লুক রয়েছে এই গাড়ির।
টয়োটার এই নতুন এসইউভিতে ভিতরের কেবিনে রয়েছে সফট লেদারের টাচ। এছাড়াও রয়েছে একটি প্যানোর্যামিক সানরুফ।
মারুতির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কমপ্যাক্ট এসইউভি তৈরি করেছে টয়োটা। দেশের বাজারে প্রথম পুরোপুরি হাইব্রিড এসইউভি বলা চলে হাইরাইডারকে।
টয়োটার নতুন এসইউভি গাড়িতে রয়েছে AWD ফিচার। অন্যান্য এসইউভির ক্ষেত্রে এই AWD ফিচার দেখা যায় না। ম্যানুয়াল ১.৫১ মাইল্ড হাইব্রিড পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এই ফিচার লক্ষ্য করা যায়।
১.৫১ পেট্রোল ম্যানুয়াল ইঞ্জিনের ক্ষেত্রে গাড়ির দাম ১১ লক্ষ টাকার আশপাশে হতে পারে। তবে হাইব্রিড ইঞ্জিনের ক্ষেত্রে গাড়ির দাম ২০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
ক্লাইমেট কন্ট্রোল, কার কানেক্টেড টেকনোলজি, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা--- এই সমস্ত ফিচার দেখা যাবে টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার কমপ্যাক্ট এসইউভিতে।
এই গাড়ির হাইব্রিড ইঞ্জিন ১১৩ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারবে। এছাড়াও এই গাড়ি প্রতি লিটার জ্বালানিতে ২৬ থেকে ২৮ কিলোমিটার সফর করতে পারবে বলে মনে করা হচ্ছে। এখানে থাকছে একটি ই-ড্রাইভ ট্রান্সমিশনও।
মারুতির সঙ্গে জোট বাঁধলেও একেবারে কোম্পানির নিজস্ব নকশার আদল বজায় রেখেছে টয়োটা। কোম্পানির কর্ণাটকের বিদাদিতে তৈরি হবে এই গাড়ি। উৎসবের মরশুমে বিক্রি শুরু হবে দেশে৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -