Tulsi Pata: রোজ সকালে তুলসি পাতা খেলে কমবে ওজন? বলছে গবেষণা
বাড়ির আঙিনায় কিংবা বাসার ছাদে অনেকে তুলসি গাছ লাগিয়ে থাকেন। এটি অত্যন্ত উপকারি গাছ। তুলসী পাতার বিভিন্ন উপকারি দিক রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআয়ুর্বেদে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তুলসি পাতা। চুল এবং ত্বকের চিকিৎসার জন্য,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মতো কাজে তুলসি পাতা কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
তুলসির তেল কার্যকরিভাবে শ্বাসযন্ত্রের উপর কাজ করে। এটি অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ যা চাপ হ্রাস করতে, স্নায়ুকে শান্ত করতে এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো পরিস্থিতি পরিচালনা করতে সহায়তা করে।
তুলসিতে লিনোলেইক অ্যাসিড রয়েছে যা চামড়ার জন্য অত্যন্ত উপকারী। তুলসি পাতা ওজন কমানোর কাজেও সাহায্য করে।
রোজ সকালে ৫-৬টি তুলসি পাতা শরীরকে বিষমুক্ত করে। যদিও অনেক মানুষই আছে যারা তুলসি পাতা খেতে পছন্দ করে না।
তুলসি পাতা জলেতে ডুবিয়ে চা পান করে। কিছু তুলসী পাতা নিয়ে সারারাত জলেতে ভিজিয়ে রাখুন।সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এটি পান করুন।আপনার দিন তুলসি চা দিয়ে শুরু করতে পারেন।
তুলসির পাতা এবং কিছু পরিমাণ আদা ফুটন্ত জলে দিয়ে এই চা বানাতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -