Tulsi Pata: রোজ সকালে তুলসি পাতা খেলে কমবে ওজন? বলছে গবেষণা
basil leaves
1/7
বাড়ির আঙিনায় কিংবা বাসার ছাদে অনেকে তুলসি গাছ লাগিয়ে থাকেন। এটি অত্যন্ত উপকারি গাছ। তুলসী পাতার বিভিন্ন উপকারি দিক রয়েছে।
2/7
আয়ুর্বেদে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তুলসি পাতা। চুল এবং ত্বকের চিকিৎসার জন্য,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মতো কাজে তুলসি পাতা কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
3/7
তুলসির তেল কার্যকরিভাবে শ্বাসযন্ত্রের উপর কাজ করে। এটি অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ যা চাপ হ্রাস করতে, স্নায়ুকে শান্ত করতে এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো পরিস্থিতি পরিচালনা করতে সহায়তা করে।
4/7
তুলসিতে লিনোলেইক অ্যাসিড রয়েছে যা চামড়ার জন্য অত্যন্ত উপকারী। তুলসি পাতা ওজন কমানোর কাজেও সাহায্য করে।
5/7
রোজ সকালে ৫-৬টি তুলসি পাতা শরীরকে বিষমুক্ত করে। যদিও অনেক মানুষই আছে যারা তুলসি পাতা খেতে পছন্দ করে না।
6/7
তুলসি পাতা জলেতে ডুবিয়ে চা পান করে। কিছু তুলসী পাতা নিয়ে সারারাত জলেতে ভিজিয়ে রাখুন।সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এটি পান করুন।আপনার দিন তুলসি চা দিয়ে শুরু করতে পারেন।
7/7
তুলসির পাতা এবং কিছু পরিমাণ আদা ফুটন্ত জলে দিয়ে এই চা বানাতে পারেন।
Published at : 03 Jul 2022 12:14 PM (IST)