Traffic Rules: কোন ট্রাফিক আইন অমান্য করলে কত টাকা জরিমানা ? জেনে নিন এখানে
মাত্র কয়েক মাসের মধ্যে বদলে গিয়েছে পরিস্থিতি। এখন রাস্তায় ট্রাফিক নিয়ম (Traffic Rules) না মানলেই বড়সড় জরিমানার মুখে পড়বেন চালক। তবে শুধু জরিমানাতেই থেমে থাকছে না নতুন 'মোটর ভেহিকেলস অ্যাক্ট'। সঙ্গে হতে পারে জেলও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাস্তায় গাড়ি চালাতে হলে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স (ডিএল), আরসি, বিমার শংসাপত্র, দূষণের শংসাপত্র ও ড্রাইভিং করার সময় পারমিট থাকা বাধ্যতামূলক। এখানেই শেষ নয়, রাস্তায় ট্র্যাফিক নিয়ম ভাঙলে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।
সেই ক্ষেত্রে নিয়ম ভাঙার জন্য জরিমানা অনুযায়ী ট্রাফিক পুলিশের চালান নিতে হবে আপনাকে। পকেট হালকা হওয়ার আগে থেকেই জেনে নিন, কোন ট্রাফিক আইন অমান্য করলে কত টাকা জরিমানা দিতে হবে আপনাকে।
আরসি ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ২ ড্রাইভিং লাইসেন্স (DL) ছাড়া গাড়ি চালালে ৫০০০ টাকা জরিমানা হবে চালককে। ৩ বিমার কাগজ ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানার নিয়ম রয়েছে। এ ছাড়াও হতে পারে তিন মাসের জেল। ৪ নাবালক গাড়ি চালালে অভিভাবকদের ২৫,০০০ টাকা জরিমানা করার বিধান রয়েছে।
হেলমেট ছাড়া বাইক চালালে ১০০০ টাকা জরিমানা হবে। অতিরিক্ত গতির জন্য ২০০০ টাকা পর্যন্ত জরিমানা রয়েছে। সিট বেল্ট না পরে গাড়ি চালালে ১০০০ টাকা জরিমানা। গাড়ির 'ওভারসাইজ' করার জন্য ৫০০০ টাকা জরিমানা রয়েছে।
পারমিট ছাড়া গাড়ি চালানোর জন্য ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে চালককে। পারমিটের চেয়ে বেশি লোক বাইক চালালে জন প্রতি ১০০০ টাকা দিতে হবে বাইকারকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ১০,০০০ টাকা জরিমানা ও ৬ মাসের জেল হতে পারে।
নতুন মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুসারে, শোরুম বা ডিলারশিপের থেকে গাড়ি বের হওয়ার আগে নতুন বাইক বা গাড়ির অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া রাস্তায় গাড়ি চালানো বেআইনি
মনে রাখবেন, অস্থায়ী নম্বর প্লেটের মেয়াদ শেষ হওয়ার পরে কোনও ট্রাফিক পুলিশ ধরলে (গাড়ির মালিককে) ৫০০০ টাকা পর্যন্ত চালান দিতে হতে পারে। পুলিশ চাইলে গাড়িটি বাজেয়াপ্ত করতে পারে।
তাই রাস্তায় বাইক বা গাড়ি নামানোর আগে এই নির্দিষ্ট ট্রাফিকের মানদণ্ডগুলি মনে রাখুন। তবেই নিরাপদে কোনও সমস্যা ছাড়া রাস্তায় গাড়ি চালাতে পারবেন আপনি।
আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। একবার ধরা পড়ার পর ভুল করেও দ্বিতীয়বার মদ খেয়ে গাড়ি চালাবেন না। দ্বিতীয়বার একই কাজ করলে ১৫,০০০ টাকা জরিমানা-সহ ২ বছরের জেল হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -