TVS Ronin: জেপলিনের পরিবর্তে রনিন নিয়ে এল টিভিএস, কেমন দেখতে বাইক ?
ক্রুজারের পরিবর্তে নিও-রেট্রো স্ক্র্যাম্বলার বাইক নিয়ে এল টিভিএস মোটরস (TVS Motors)। ২২৫ সিসি প্রিমিয়াম বাইক বিভাগে বাকিদের চিন্তা বাড়াল কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটিভিএস মোটরসের জন্য দেশের বাজারে একটি গুরুত্বপূর্ণ বাইক রনিন। এই প্রথম নিও-রেট্রো সেগমেন্টে বাইক আনল কোম্পানি। ফলে টিভিএস-এর থেকে আলাদা প্রত্যাশা ছিল বাইকপ্রেমীদের। এই বাইকে কিছুটা ক্যাফে রেসার ডিজাইনের ইঙ্গিত দিয়েছে কোম্পানি।
আপনি এতে ৯টি স্পোকের অ্যালয় হুইল ও ব্লক ট্রেড টায়ার পাবেন। রনিনে একটি সিঙ্গল পিস সিট ও স্ক্র্যাম্বলারের মতো একটি টিয়ার ড্রপ আকৃতির ট্যাঙ্ক ও কালো-সিলভার ডুয়াল টোন একজস্ট দেওয়া হয়েছে। এতে আপনি ডিটিই-সহ একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাবেন ক্রেতা।
এতে গিয়ার শিফট অ্যাসিস্ট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইনহিবিটর, সার্ভিস ডিউ, লো ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এ ছাড়াও বাইকে রয়েছে ভয়েস অ্যাসিস্ট, টার্ন বাই ন্যাভিগেশন, রাইড অ্যানালাইসিস TVS SmartXonnect অ্যাপ, কাস্টম উইন্ডো নোটিফিকেশন ছাড়াও আরও অনেক কিছু।
বাইকে কিউরেটেড কিট ও দীর্ঘ সময় রাইডিংয়ের জন্য কাস্টমাইজেশনের সুবিধা দেওয়া হয়েছে। বাইকে পাবেন ২২৫.৯ সিসির ইঞ্জিন। যা ৭৭৫০ আরপিএম-এ ২০.৪ হর্স পাওয়ার ও ৫ স্পিড গিয়ারবক্স সহ ৩৭৫০ আরপিএম-এ ১৯.৯৩ নিউটন মিটার টর্ক দেয়।
এই বাইকে একটি স্লিপার ক্লাচ পাবেন ক্রেতা। সাসপেনশনে সামনের দিকে একটি আপসাইড ডাউন ফর্ক ও পিছনে একটি মনোশক রয়েছে। বাইকে তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে TVS Ronin SS, TVS Ronin DS ও TVS Ronin TD হল বাইকের টপ ভ্যারিয়েন্ট। রনিনের দাম রাখা হয়েছে ১.৪৯ লক্ষ টাকা।
তবে শীঘ্রই ভারতে এই বিভাগে আসছে রয়্যাল এনফিল্ডের সবথেকে কম দামি বাইক হান্টার ৩৫০। যা নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা।
ইতিমধ্যেই বাইকের বহু ফাঁস ছবি বাইরে চলে এসেছে। মনে করা হচ্ছে, চলতি মাসেই প্রকাশ্যে আসতে পারে রয়্যাল এনফিল্ডের এই বহু প্রতীক্ষিত বাইক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -